PV Sindhu

Singapore Open: সফল ভাবে কমনওয়েলথ গেমসের প্রস্তুতি শুরু সিন্ধুর, চমক পাড়ুকোনের ছাত্র মঞ্জুনাথের

বিশ্ব ক্রমতালিকায় ৭৭ নম্বরে থাকা মঞ্জুনাথ তিন ম্যাচের হাড্ডাহাড়ি লড়াইয়ের পরে পরাজিত করেন শ্রীকান্তকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ০৫:৫৭
Share:

ফাইল চিত্র।

কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন তিনি।

Advertisement

তবে বুধবার আকর্ষণের কেন্দ্রে চলে গেলেন দুই নতুন তারকা। প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির ছাত্র মিঠুন মঞ্জুনাথ হারালেন ভারতেরই এক নম্বর তারকা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কিদম্বি শ্রীকান্তকে। মেয়েদের সিঙ্গলসের অন্য ম্যাচে অস্মিতা চালিহা হারিয়েছেন বিশ্বের ১২ নম্বর, তাইল্যান্ডের তারকা বুসানন ওঙ্গবামরুম্ফানকে। ম্যাচের ফল ২১-১৬, ২১-১১। পরের রাউন্ডে অস্মিতার প্রতিপক্ষ চিনের হান উয়ে।

বিশ্ব ক্রমতালিকায় ৭৭ নম্বরে থাকা মঞ্জুনাথ তিন ম্যাচের হাড্ডাহাড়ি লড়াইয়ের পরে পরাজিত করেন শ্রীকান্তকে। ম্যাচের ফল তাঁর পক্ষে ২১-১৭, ১৫-২১, ২১-১৮। পরের রাউন্ডে তিনি খেলবেন আয়ারল্যান্ডের নহাত নগুয়েনের বিরুদ্ধে। ম্যাচের পরে মঞ্জুনাথ বলেছেন, ‘‘এই জয়টা স্মরণীয় হয়ে থাকবে।” অন্য ম্যাচে সাইনা নেহওয়াল হারিয়েছেন ভারতেরই নতুন তারকা মালবিকা বনসোদকে। ইন্ডিয়া ওপেনে হারের মধুর প্রতিশোধ নিলেন তিনি। সাইনার পক্ষে ম্যাচের ফল ২১-১৮, ২১-১৪।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement