boxer

Boxer Death: অতিরিক্ত মাদক খেয়ে মৃত্যু পঞ্জাবের বক্সারের, পরিবারের অভিযোগ বন্ধুদের দিকে

২০১৮-য় জুনিয়র ন্যাশনালে রুপো পেয়েছিলেন কুলদীপ। সে বছরই খেলো ইন্ডিয়া গেমসে ব্রোঞ্জ পান। বৃহস্পতিবার রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায় তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২২ ১৮:৪৪
Share:

কুলদীপ সিংহ। ফাইল ছবি

অতিরিক্ত মাদক নেওয়ার কারণে মৃত্যু হল দেশের প্রতিভাবান বক্সারের। পঞ্জাবের ভাটিন্ডা জেলার তালওয়ান্ডি সাবোর ঘটনা। কুলদীপ সিংহ নামে ২০ বছরের ওই বক্সারের পরিবারের দাবি, বন্ধুবান্ধবরাই ইচ্ছাকৃত ভাবে মাদক খাইয়ে মেরে ফেলেছেন তাঁকে।

Advertisement

২০১৮-য় জাতীয় জুনিয়রে রুপো পেয়েছিলেন কুলদীপ। সে বছরই খেলো ইন্ডিয়া গেমসে ব্রোঞ্জ পান। গ্রামের রামা রোডে তাঁকে অচেতন অবস্থায় কয়েক জন গ্রামবাসী দেখতে পান। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর পরিবারের দাবি, গ্রামেরই কিছু ছেলে কুলদীপকে ডেকে নিয়ে গিয়ে জোর করে মাদক খাইয়েছে।

কুলদীপের দাদা মেলা সিংহ বলেছেন, “পরের মাসেই একটা প্রতিযোগিতায় খেলতে যাওয়ার কথা ছিল ওর। আজ কলেজে ক্লাস করার পর ওকে কয়েক জন বন্ধু ডেকে নিয়ে যায়। পরে আমরা হাসপাতালে পৌঁছে জানতে পারি ও মারা গিয়েছে। গ্রামের ছেলেরাই ওকে জোর করে ইঞ্জেকশন দিয়েছে। ময়নাতদন্ত হলেই সব বোঝা যাবে।” স্থানীয় পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে ছ’জন যুবকের নামে অভিযোগ করা হয়েছে।

Advertisement

বাবা অজিত সিংহ বক্সিং ওয়েলফেয়ার ক্লাবে হরদীপ সিংহের অধীনে আট বছর বয়স থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন কুলদীপ। দেহরাদূনে ২০১৭ সালে স্কুল ন্যাশনাল জেতেন তিনি। সম্প্রতি পঞ্জাব ইন্সটিটিউট অব স্পোর্টসে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement