pt usha

PT Usha: চলে গেলেন পিটি ঊষার কোচ ওএম নামবিয়ার, শোকস্তব্ধ ছাত্রী

দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত নামবিয়ারের জন্ম কেরলের কান্নুরে। কলেজে পড়ার সময় নিজেও অসাধারণ দৌড়বিদ ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ২৩:৪১
Share:

ও এম নামবিয়ার। ছবি: টুইটার থেকে

চলে গেলেন ও এম নামবিয়ার। পিটি ঊষার কোচ নামবিয়ারের বয়স হয়েছিল ৮৯ বছর। টুইট করে কোচের মৃত্যু সংবাদ জানান প্রাক্তন অ্যাথলিট পিটি ঊষা।

টুইট করে ঊষা লেখেন, ‘আমার গুরু, কোচের চলে যাওয়া মনের মধ্যে যে গভীর ক্ষত তৈরি করল, তা কখনও পূরণ হবে না। আমার জীবনে তাঁর অবদান শব্দে প্রকাশ করা যাবে না। গভীর ভাবে শোকাচ্ছন্ন। আপনাকে খুব মিস করব ও এম নামবিয়ার স্যর।’

Advertisement

দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত নামবিয়ারের জন্ম কেরলের কান্নুরে। কলেজে পড়ার সময় নিজেও অসাধারণ দৌড়বিদ ছিলেন তিনি। তাঁর কলেজের অধ্যক্ষের কথায় সেনায় যোগ দিয়ে খেলা চালিয়ে যান নামবিয়ার। ১৯৭৬ সাল থেকে পিটি ঊষাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন তিনি।

ভারতের প্রথম তিন দ্রোণাচার্য পুরস্কার প্রাপকের একজন হলেন নামবিয়ার। ১৯৮৫ সালে এই পুরস্কার পান তিনি। এই বছর তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement