Geoffrey Boycott

India vs England 2021: ভারতীয় পেসারের আগ্রাসনে মুগ্ধ বয়কট, তুলোধোনা করলেন ইংরেজ ব্যাটসম্যানদের

সিরাজকে ভাল লাগলেও ভারতীয় দলে একটি পরিবর্তন চাইছেন ইংরেজ ধারাভাষ্যকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ২২:১৩
Share:

জিওফ্রে বয়কট। ছবি: টুইটার থেকে

লর্ডসে মহম্মদ সিরাজের বোলিং দেখে আপ্লুত জিওফ্রে বয়কট। দুই ইনিংসে চারটি করে উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংসে ভাঙন ধরান তিনি। ১৫১ রানে হারতে হয় জো রুটদের। সিরাজের আক্রমণাত্মক ভঙ্গি ভাল লেগেছে বয়কটের।

Advertisement

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেন, “সিরাজকে বেশ ভাল লাগল। খুব আক্রমণাত্মক। কখনও এই আগ্রাসন কমানো উচিত নয়। নিজের মতো খেলতে দেওয়া উচিত সিরাজকে। নতুন হলেও ভারতীয় ক্রিকেটের সম্পদ ও।”

সিরাজকে ভাল লাগলেও ভারতীয় দলে একটি পরিবর্তন চাইছেন বয়কট। তিনি বলেন, “ভারতের বোলিং আক্রমণ খুব সুন্দর। তবে রবিচন্দ্রন অশ্বিনকে দলে দেখতে চাই আমি। দলের দুই সেরা স্পিনার এবং তিন পেসারকে নিয়ে খেলতে নামতাম আমি।”

Advertisement

ভারতীয় দলের প্রশংসা করলেও ইংল্যান্ড দলকে তুলোধোনা করলেন বয়কট। তিনি বলেন, “আমার মা ব্যাট করতে নামলেও ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানের থেকে ভাল খেলত। এটা খুব দুঃখের। ওদের টেকনিকে গণ্ডগোল রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement