এশিয়ান গেমসে ভারতীয় দল। ছবি: টুইটার।
এশিয়ান গেমসে আগের বারের থেকেও বেশি পদক আশা করছেন পিটি ঊষা। ২০১৮ সালে ৭০টি পদক জিতেছিল ভারত। এ বছর সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন ভারতের অলিম্পিক্স সংস্থার প্রধান ঊষা। ২০১০ সালে ৬৫টি পদক জিতেছিল ভারত। সেই নজির ভেঙে যায় ২০১৮ সালে। এ বার আরও বেশি পদক ভারতে আসবে বলে মনে করছেন ঊষা।
এ বারে ভারতের ৬৫৭ জন প্রতিযোগী অংশ নিয়েছেন এশিয়ান গেমসে। এর মধ্যে ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলও রয়েছে। ঊষা বলেন, “এ বারের এশিয়ান গেমসে ভারতের সাফল্য পাওয়ার সুযোগ বেশি। গত বারের থেকে অনেক বেশি পদক জিততে পারে ভারত। অ্যাথলেটিক্স থেকে বেশি পদকের আশা রয়েছে। ক্রিকেটও রয়েছে এ বছর।”
ন’বছর পর এশিয়ান গেমসে ফিরল ক্রিকেট। ২০১৪ সালে ক্রিকেট হয়েছিল এশিয়ান গেমসে। সে বার ভারতের পুরুষ দল খেলতে যায়নি। কিন্তু ২০১৮ সালে আবার ক্রিকেট বাদ দেওয়া হয়েছিল এশিয়ান গেমস থেকে। ভারতের আশা এ বছর এশিয়ান গেমসে ১০০-র বেশি পদক জিতবে ভারত। এ বারেই সব থেকে বেশি প্রতিযোগী পাঠিয়েছে তারা। তবে পদকের চাপ খেলোয়াড়দের দিতে চান না ঊষা। তিনি বলেন, “আশা করি ভারত ভাল খেলবে। তবে কারও উপর চাপ তৈরি করতে চাই না। আমার আশা যদি পূর্ণ হয় তাহলে তাহলে বুঝব প্রতিযোগীরা নিজেদের ১০০ শতাংশ দিয়েছে। তাদের কোনও চাপ ছাড়াই খেলা উচিত।”
ভারতের ফুটবল দলও খেলবে এশিয়ান গেমসে। সুনীল ছেত্রীরা ইতিমধ্যেই মঙ্গলবার খেলতে নেমেছিলেন। চিনের বিরুদ্ধে ১-৫ গোলে হেরে যান তাঁরা। গ্রুপ পর্বে আরও দু’টি ম্যাচ খেলবে ভারত। মেয়েদের দলও খেলবে এশিয়ান গেমসে।