pakistan

করোনা আতঙ্কে আমিরশাহির সীমানা বন্ধ, অনিশ্চিত পিএসএল

কোভিডের বাড় বাড়ন্তের জন্য পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমিরশাহি সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৯:২৩
Share:

করোনার জন্য এর আগেও পিএসএল বাতিল হয়েছিল। ফাইল চিত্র

এই করোনার জন্যই কয়েক মাস আগে পাকিস্তান সুপার লিগ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। সেই কোভিড আতঙ্কের জন্যই ফের একবার অনিশ্চিত হয়ে গেল পিএসএল। ২০২১ সালের পিএসএল-এর বাকি অংশ আগামী জুন মাস থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই দেশের সরকারের নতুন নিয়ম অনুসারে সেখানে পিএসএল হওয়া কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ কোভিডের বাড় বাড়ন্তের জন্য পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমিরশাহি সরকার। আগামী ১২ মে থেকে এই নিয়ম বলবত হবে।

Advertisement

জৈব বলয় ভেদ করে ভাইরাস ঢুকে যাওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পিএসএল বাতিল করতে বাধ্য হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এরপর আগামী ১ জুন থেকে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতার বাকি ২০ ম্যাচ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাস হানায় পিএসএল-এর বাকি অংশ আমিরশাহিতে অনিশ্চিত বলে মনে হচ্ছে।

যদিও পিসিবি-র দাবি ইদ শেষ হয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। শোনা যাচ্ছে শেষ পর্যন্ত আমিরশাহিতে পিএসএল না আয়োজন করা গেলে শ্রীলঙ্কার সাহায্য নিতে পারে পাকিস্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement