ফাইল চিত্র।
দিয়েগো মারাদোনার অবস্থা নিয়ে এ বার মুখ খুললেন তাঁর ব্যক্তিগত মনোবিদ দিয়েগো দিয়াজ়। তাঁর কথা থেকে কিংবদন্তি ফুটবলারের মানসিক দিকটা ফুটে উঠেছে। দিয়াজ় বলেছেন, মারাদোনাকে পুরোপুরি সুস্থ করে তুলতে তাঁর পরিবারের সমর্থন খুব জরুরি।
এক সাক্ষাৎকারে দিয়াজ় বলেছেন, ‘‘মারাদোনার বেশ কয়েকটি শারীরিক সমস্যা আছে। যে কোনও মানুষেরই সে সব থাকতে পারে। তবে এই মুহূর্তে সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ওর অবস্থা স্থিতিশীল। ওষুধের সাহায্য নিয়ে মারাদোনার শারীরিক জটিলতা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। খাওয়াদাওয়াও ঠিক মতো করছে।’’ মনোবিদ এর পর যোগ করছেন, ‘‘ওষুধ ও ডাক্তারি পরিষেবার পাশাপাশি পরিবারকেও পাশে দরকার মারাদোনার। আত্মীয়, বন্ধুদের সমর্থন খুব গুরুত্বপূর্ণ।’’
এ দিকে মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোল্দো লুকে জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া হলে মারাদোনাকে তাঁর দুই মেয়ের বাড়ির কাছাকাছি কোথাও রাখা হবে। দেখা হবে, আর্জেন্টিনায় তিনি যাতে ক্লাব কোচিংটাও একই সঙ্গে করাতে পারেন। লুকে কিন্তু এও বলেছেন যে, অতিরিক্ত মানসিক চাপ এই মুহূর্তে তাঁর সমস্যা বাড়াতে পারে। ক্লাব কোচিং করতে দিলে সে সম্ভাবনা থেকেই যায়। সঙ্গে তাঁর মাদক ও মদ্যপানে আসক্তি নিয়ে চিন্তা তো থাকছেই। গত ৩০ অক্টোবর মারাদোনা ৬০ বছরে পা দিয়েছেন। সে দিন নিজের ক্লাবের খেলা ছেড়ে তিনি প্রথমার্ধের পরেই স্টেডিয়াম থেকে চলে যান। তখন থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা সৃষ্টি হয়। তার পরেই ছিয়াশির বিশ্বকাপজয়ী অধিনায়ককে এক ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। দ্রুত অস্ত্রোপচারও হয়। মারাদোনার আইনজীবী মাতিয়াস মোরলা আবার বলেছেন, বুধবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে কিংবদন্তি ফুটবলারকে।