UCL

UCL: নেমার অনিশ্চিত, মরিয়া ম্যান সিটি

লাইপজ়িগের বিরুদ্ধে ম্যাচের আগে একেবারেই স্বস্তিতে নেই পিএসজি ম্যানেজার মৌরিসিয়ো পোচেত্তিনো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০৬:৪৭
Share:

সংশয়: জিমের মতো মাঠে মেসির পাশে দেখা যাবে নেমারকে? ছবি ফেসবুক।

চ্যাম্পিয়ন্স লিগে ধুন্ধুমার দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। প্যারিসে লিয়োনেল মেসিদের প্রতিপক্ষ আরবি লাইপজ়িগ। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে ক্লাব ব্রাগের বিরুদ্ধে। আতলেতিকো দে মাদ্রিদের লড়াই লিভারপুলের বিরুদ্ধে।

Advertisement

লাইপজ়িগের বিরুদ্ধে ম্যাচের আগে একেবারেই স্বস্তিতে নেই পিএসজি ম্যানেজার মৌরিসিয়ো পোচেত্তিনো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন নেমার। সোমবার জিমে মেসির সঙ্গে ট্রেনিং করলেও মঙ্গলবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। অনিশ্চিত সের্খিয়ো র‌্যামোসও। ভরসা মেসি-কিলিয়ান এমবাপে জুটিই। পিএসজি তারকা পার্সনেল কিমপেম্বে বলেছেন, ‘‘কোনও ম্যাচই সহজ নয়। ঘরের মাঠে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য থাকবে আমাদের।’’

দুশ্চিন্তা বাড়ছে ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলারও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন ব্রাজিলীয় গোলরক্ষক এদেরসন সান্তানা মোয়ারেস। পেপ বলেছেন, ‘‘ও খেলতে পারবে কি না জানি না।’’

Advertisement

টানা দু’ম্যাচ জিতে দুরন্ত ছন্দে থাকা লিভারপুলের বিরুদ্ধে দ্বৈরথের আগে দিয়েগো সিমিয়োনে বেশি চিন্তিত মহম্মদ সালাহকে নিয়েই। আতলেতিকো দে মাদ্রিদের ম্যানেজার বলেছেন, ‘‘সালাহ অবিশ্বাস্য ফুটবলার। অনবদ্য খেলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement