প্রত্যয়ী: বিতর্ক ও বিশৃঙ্খলা ভুলে ফেরার অপেক্ষায় পৃথ্বী। ফাইল চিত্র
ভুল করে নিষিদ্ধ ওষুধ খেয়ে ফেলেছিলেন। যার জেরে গত আট মাস ক্রিকেট থেকে নির্বাসিত রয়েছেন মুম্বইয়ের প্রতিভাবান ব্যাটসম্যান পৃথ্বী শ।শনিবারেই ২০ বছরে পা দিলেন সেই পৃথ্বী। জন্মদিনে মুম্বইয়ে বেড়ে ওঠা এই ব্যাটসম্যানের সংকল্প, আগের চেয়েও ভাল ক্রিকেটার হিসেবে প্রত্যাবর্তন ঘটানোর।
এ দিন নিজের অনুশীলনের একটি ভিডিয়ো পোস্ট করে পৃথ্বী লেখেন, ‘‘আজ ২০ পেরিয়ে গেলাম। সবাইকে আশ্বস্ত করছি, আগামী দিনে নতুন রূপে পৃথ্বী শ ২.০ কে দেখা যাবে। খারাপ সময়ে শুভেচ্ছা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। দ্রুত মাঠে ফিরছি।’’
শুক্রবারেই মুম্বইয়ের অ্যাডহক নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান মিলিন্দ রেগে জানিয়েছিলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পৃথ্বী শ-কে দলে রাখা যায় কি না, সে ব্যাপারে আলোচনা করবেন তাঁরা। তিনি বলেছিলেন, ‘‘১৬ নভেম্বর থেকে ফের খেলতে পারবে পৃথ্বী। সে ক্ষেত্রে ওকে মুম্বই দলে রাখা যায় কি না সে ব্যাপারে আলোচনা করতে হবে।’’
তবে রেগের নেতৃত্বাধীন মুম্বই ক্রিকেট সংস্থার নির্বাচকমণ্ডলী এখনও পর্যন্ত প্রথম তিন ম্যাচের জন্য মুস্তাক আলি প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছেন। কারণ শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর, শিবম দুবেরা এই মুহূর্তে ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলে রয়েছেন। তবে পৃথ্বীর নির্বাসনের শাস্তি ওঠার আগে মুম্বই তাদের সাতটি ম্যাচের মধ্যে ছ’টিই খেলে ফেলবে।
এ দিকে, এ দিন মুস্তাক আলি ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বই আট উইকেটে হারাল হরিয়ানাকে। শুরুতে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫৩ রান করেছিল হরিয়ানা। জবাবে ১৫.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে খেলা শেষ করে দেয় মুম্বই। ৩৮ বলে অপরাজিত ৮১ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব।’’