Diego Maradona

Diego Maradona death: পরিকল্পনা করে হত্যা করা হয়েছে মারাদোনাকে? ৭ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ

অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাঁদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২১ ১৮:০১
Share:

গত বছর ২৫ নভেম্বর মারা গিয়েছিলেন মারাদোনা। —ফাইল চিত্র

দিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে বহু প্রশ্ন। তারই মাঝে তদন্ত শুরু হল ৭ জনের বিরুদ্ধে। মারাদোনাকে পরিকল্পনা মাফিক খুন করার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। আদালত সূত্রে এমনটাই খবর গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

Advertisement

অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্নায়ু শল্যচিকিৎসক লিয়োপল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনো কোসাশভ এবং মনোবিজ্ঞানী কার্লোস ডিয়াজ। অভিযোগ প্রমাণিত হলে ৮ থেকে ২৫ বছরের জন্য কারাদণ্ড হতে পারে তাঁদের। গত বছর ২৫ নভেম্বর মারা গিয়েছিলেন মারাদোনা। জানা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হন মারাদোনা। তবে তাঁর মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্তেই জানা গিয়েছে তাঁর চিকিৎসায় গাফিলতি হয়েছে।

অভিযুক্তদের দেশ ছাড়তে বারণ করা হয়েছে। মারাদোনার ২ মেয়ে লুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর মারাদোনার শরীর আরও খারাপ হয়ে যাওয়ার জন্য লুককে দায়ি করেন মারাদোনার ২ মেয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement