উইকেট নেওয়ার পরে সতীর্থদের অভিনন্দন ওঝাকে। —ফাইল চিত্র।
নির্বাচকরা কবে যে দল থেকে কোন ক্রিকেটারকে ছেঁটে ফেলবেন, তা আগাম জানাবেনও না। আগে থেকে সংশ্লিষ্ট ক্রিকেটারকে সামান্যতম বার্তাও দেওয়া হবে না।
দল থেকে ক্রিকেটারদের বাদ পড়া নিয়ে এ ভাবেই দেশের নির্বাচকদের আক্রমণ করলেন ভারতের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা।
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ওঝা। সেটাই ছিল সচিন তেন্ডুলকরের ২০০তম টেস্ট ম্যাচ। সেই টেস্টে ১০টি উইকেট সংগ্রহ করেছিলেন বাঁ হাতি স্পিনার। কিন্তু তার পরে ওঝাকে আর দেখা যায়নি ভারতীয় দলে।
আরও পড়ুন: স্মিথ নয়, কোহালিকেই সেরা বেছে নিলেন অজি কিংবদন্তি
পুরনো ক্ষোভের জায়গা থেকে নির্বাচকদের একহাত নিয়ে ওঝা বলছেন, ‘‘ভাল পারফরম্যান্স করলেও যে দলে জায়গা পাওয়া যাবে, এমন নয়। রাজ্য ও জাতীয় দলের ক্ষেত্রে ছবিটা একই রকম। এক জন ক্রিকেটারের কাজ পারফর্ম করে যাওয়া। এর বেশি কিছু তাঁর করার ক্ষমতা নেই। সুতরাং সংশ্লিষ্ট ক্রিকেটারকে পারফরম্যান্সের দিকেই জোর দিতে হবে। এর পরেও দলে জায়গা পাবে এমন কোনও গ্যারান্টি নেই।’’
আরও পড়ুন: চার হাজার দুঃস্থের পাশে দাঁড়ালেন সচিন
এ রকম অভিযোগ অবশ্য নতুন নয়। নির্বাচকদের বিরুদ্ধে এই বিষয়ে এর আগেও সরব হয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। যুবরাজ সিংহ, আশিস নেহরারা করেছিলেন। ওঝার দাবি, ‘‘নির্বাচকরা কাউকে কিছু জানাবেই না। কবে দল থেকে বাদ দিয়ে দেবে তার আগাম আঁচ কেউ করতেই পারবে না।’’