প্রজ্ঞান ওঝা। —ফাইল চিত্র।
আইপিএলের গভর্নিং কাউন্সিলে প্রতিনিধি হিসেবে প্রজ্ঞান ওঝাকে বেছে নিল ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ইকা)। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার আগেই ওঝাকে প্রতিনিধি হিসেবে বেছে নিল ক্রিকেটারদের সংস্থা।
ক্রিকেট কেরিয়ারে আইসিসি বোলারদের ক্রমপর্যায়ে এক বার ৫ নম্বরে উঠে এসেছিলেন বাঁ-হাতি স্পিনার। আইপিএলে প্রথম স্পিনার হিসেবে তিনি পার্পল ক্যাপ পেয়েছিলেন। স্পিনার হিসেবে এই কৃতিত্ব শুধু আর একজনেরই রয়েছে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। ২০১৩ সালে তাঁকে শেষবার দেখা গিয়েছিল ভারতের হয়ে। ১৬ বছর ধরে খেলেছেন পেশাদার ক্রিকেট। ২০১৯ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে তিনি অংশ নিয়েছেন।
ক্রিকেটারদের সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘১৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় সদস্যরা বোর্ড অফ ডিরেক্টরদের আইপিএল গভর্নিং কাউন্সিলে প্রতিনিধিত্ব করার জন্য কাউকে বেছে নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। সব দিক খতিয়ে রেখে ওঝাকেই উপযুক্ত বলে মনে হয়েছে। এক বছর ওঝা প্রতিনিধিত্ব করবেন’।
আরও পড়ুন: অলিম্পিকে গিয়ে অ্যাথলিটদের ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে না
আরও পড়ুন: ফের ব্যাট হাতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বোর্ডের সভার আগে প্রীতি ম্যাচ