chess

Chess: এগোচ্ছেন প্রজ্ঞানন্দ, সামনে এ বার অনীশ

প্রজ্ঞা প্রথম বার কার্লসেনকে হারিয়ে চমকে দেয় ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্সে। সেটাও অনলাইন প্রতিযোগিতা ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ০৭:৫১
Share:

চমক: চিনা দাবাড়ুকে হারিয়ে সেমিফাইনালে প্রজ্ঞা। ফাইল চিত্র।

ভারতীয় দাবায় একের পর এক অপ্রত্যাশিত সাফল্য আসছে। যারা আনছে, তাদের সামনের সারিতে রয়েছে বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবু। যে এ’বছরই দু’বার হারিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। বিশ্বসেরাকে হারানোর পরে মেল্টওয়্যার চ্যাম্পিয়ন্স দাবা টুরে নকআউট পর্বে সোমবার সে চমকে দিয়েছে চিনের ওয়েই ই-কে ২.৫-১.৫ হারিয়ে সেমিফাইনালে উঠে। শেষ চারে তার সামনে নেদারল্যান্ডসের ভারতীয় বংশোদ্ভুত দাবাড়ু অনীশ গিরি। অন্য সেমিফাইনালে কার্লসেন খেলবেন চিনের ডিংলিরেনের বিরুদ্ধে।

Advertisement

কোয়ার্টার ফাইনালে প্রজ্ঞা ৯০ চালে প্রথম গেম কালো নিয়েও জিতে নেয়। আর চার ম্যাচের লড়াইয়ে সুবিধেজনক অবস্থায় চলে যায় দ্বিতীয় ম্যাচও জিতে ২-০ করে। তৃতীয় ম্যাচে অবশ্য চিনা প্রতিপক্ষ ব্যবধান কমিয়ে ১-২ করে দেন। শেষ ম্যাচ ড্র হলেই শেষ চার নিশ্চিত হয়ে যাবে, এমন অবস্থায় প্রজ্ঞা পুরোপুরি লক্ষ্যে খেলেই সাফল্য পায়। চিনের ওয়েই কিন্তু সুপার জিএম। ১৩ বছরে গ্র্যান্ডমাস্টার হওয়া এই দাবাড়ুর এলো পয়েন্ট ২৭৫৩। তাই প্রজ্ঞার এই জয়টিও যথেষ্ট কৃতিত্বের।

প্রসঙ্গত এই প্রতিযোগিতায় শুক্রবারই কার্লসেনের বিরুদ্ধে পঞ্চম রাউন্ডে জিতে অসাধ্য সাধন করে প্রজ্ঞার নকআউটে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। যে ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছিল। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ৪০ চালে তাঁর কালো ঘোড়াকে ভুল জায়গায় বসাতেই ১৬ বছরের প্রজ্ঞা সুযোগ কাজে লাগিয়ে ম্যাচবার করে নিয়েছিল।

Advertisement

প্রজ্ঞা প্রথম বার কার্লসেনকে হারিয়ে চমকে দেয় ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্সে। সেটাও অনলাইন প্রতিযোগিতা ছিল। তা-ও সেখানে কালো ঘুটি নিয়ে সে বিশ্বচ্যাম্পিয়নকে মাত্র ১৯ চালে হারায়। আগের বারের জয়ের পরে তার প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘‘এখন আমার ঘুমোতে যাওয়ার সময়।’’ শুক্রবার জিতে বলেছিল, ‘‘এ ভাবে জিততে চাই না।’’ ইঙ্গিতটা ছিল কার্লসেনের অবিশ্বাস্য ভুলের দিকেই।

ফেব্রুয়ারিতে হারের পরে মহাতারকা দাবাড়ু কিন্তু চার ম্যাচের টাইয়ে প্রজ্ঞাকে ৩-০ উড়িয়ে প্রতিশোধ নেন এপ্রিলে অসলো অস্পোর্টস কাপে। আর এ বার সেমিফাইনাল দু’জনই জিতলে আবার প্রজ্ঞা বনাম কার্লসেন দ্বৈরথ হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement