Salt Lake Stadium

Durand Cup: বিদ্যুৎ বিভ্রাট যুবভারতীতে, ১০ মিনিট পর শুরু হল ডুরান্ড কাপের সেমিফাইনাল

মহমেডান স্পোর্টিং ও বেঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচ শুরু হয় প্রায় দশ মিনিট দেরিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৪১
Share:

যুবভারতীতে বিদ্যুৎ বিভ্রাট ফাইল চিত্র

ফের বিদ্যুৎ বিভ্রাট যুবভারতীতে। ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘটে এই ঘটনা। সাংবাদিকদের বসার জায়গার ডানদিকে থাকা বাতিস্তম্ভের আলো নিভে যায়। প্রায় ১৫ মিনিট পর আলো আসে।

Advertisement

মহমেডান স্পোর্টিং ও বেঙ্গালুরু ইউনাইটেডের ম্যাচ শুরু হয় প্রায় দশ মিনিট দেরিতে। সেমিফাইনাল ম্যাচ দেখতে প্রচুর মানুষ মাঠে এসেছিলেন। অনেক দিন পর স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

আলো নিভে গিয়েছে যুবভারতীর নিজস্ব চিত্র

তবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের পর আর এই সমস্যার মুখে পড়তে হয়নি যুবভারতীকে। যদিও সোমবার কী কারণে আলো নিভে গেল এবং তা ফেরাতে কেন ১২ মিনিট সময় লাগল, তা নিয়ে কিছু বলতে চাননি স্টেডিয়াম কর্তৃপক্ষ।

Advertisement

সামনেই আরও একটি বিশ্বকাপ। মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজিত হবে ভারতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement