French Open

ফরাসি ওপেনের নতুন রানি শিয়নটেক

ফাইনালে ৬-৪, ৬-১-এ শিয়নটেক হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে।

Advertisement

সংবাদ সংস্থা

প্যারিস শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ২২:৫৩
Share:

ইগা শিয়নটেক। ছবি: সোশ্যাল মিডিয়া

ফরাসি ওপেনের শুরুতে র‍্যাঙ্কিংয়ে ৫৪ নম্বরে ছিলেন তিনি। শনিবার পোল্যান্ডের ১৯ বছরের ইগা শিটনটেক রোলাঁ গারোর নতুন চ্যাম্পিয়ন। ফাইনালে ৬-৪, ৬-১-এ শিয়নটেক হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে।

Advertisement

কেরিয়ারে এর আগে সর্বোচ্চ পর্যায়ের কোনও টুর্নামেন্ট জিততে পারেননি শিয়নটেক। এর আগে গ্র্যান্ড স্ল্যামে চতুর্থ রাউন্ডও পেরোতে পারেননি তিনি। সেই শিয়নটেক শনিবারের ফাইনালে দাঁড়াতেই দিলেন না কেনিনকে।

১৯৭৫ সালে র‍্যাঙ্কিং সিস্টেম চালু হয়েছে। তার পরে রোলাঁ গারোতে এত পিছিয়ে থাকা কোনও খেলোয়াড় ফাইনালে নামেননি। ফাইনালে শুরু থেকেই দাপট দেখান শিয়নটেক। প্রথম তিনটি গেম খুব সহজেই জিতে নেন। কিন্তু কেনিন ফিরে আসেন ম্যাচে। ৩-৩ হয়ে যায় প্রথম সেট। তার পরে আবার শিয়নটেকের দাপট শুরু হয়। প্রথম সেট জিতে নেওয়ার পরে দ্বিতীয় সেটও প্রাধান্য দেখিয়ে জিতে নেন তিনি। পোল্যান্ডের প্রথম সিঙ্গল খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়লেন শিয়নটেক।

Advertisement

শিয়নটেকের জয় আরও তাৎপর্যপূর্ণ কারণ গোটা টুর্নামেন্টে তিনি একটি সেটও হারাননি। চতুর্থ টিন এজার হিসেবে কোনও সেট না হেরে গ্র্যান্ড স্ল্যাম জয়ের মাইলফলক ছুঁলেন তিনি। ১৯৯২ সালে মনিকা সেলেসের পর শিয়নটেকই হলেন কনিষ্ঠতম ফরাসি ওপেন জয়ী। জয়ের পর তিনি বলেন, “আমি জানিনা কী হচ্ছে। প্রচণ্ড আনন্দ হচ্ছে। পরিবারের সামনে এই জয় আমাকে আরও আনন্দ দিয়েছে।” এই দুরন্ত জয়ের পিছনে তাঁর বাবার অবদানের কথাও উল্লেখ করেছেন শিয়নটেক।

আরও পড়ুন: শেষ ওভারে নাটকীয় জয় কলকাতার, ২ রানে হারল পঞ্জাব

আরও পড়ুন: ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি, কড়া প্রতিক্রিয়া ইরফান পাঠানের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement