Football

ফের হাসপাতালে পিকে, শারীরিক অবস্থা স্থিতিশীল

হাসাপাতালে ভর্তি পিকে বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৩
Share:

অসুস্থ পিকে ভর্তি হাসপাতালে। —ফাইল চিত্র।

ফের অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতেই তাঁকে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকে-র শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক সুনন্দন বসু। গত মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। দিন চারেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে ছেড়ে দেওয়া হয়েছিল পিকে-কে।

Advertisement

ফুটবলার জীবনে বড় ক্লাবের হয়ে কোনওদিন খেলেননি তিনি। ইস্টার্ন রেলের হয়ে খেলতেন। ১৯৫৮ সালে কলকাতা লিগ জিতেছিল ইস্টার্ন রেল। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন পিকে। ক্লাব পর্যায়ে যেমন সাফল্য পেয়েছিলেন তিনি, জাতীয় দলের জার্সিতেও তিনি দারুণ সফল।

১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন পিকে। ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে ফ্রান্সের বিরুদ্ধে তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল ভারত। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের এশিয়ান গেমসে ভারতের জার্সি পরে খেলেছিলেন পদ্মশ্রী পিকে। ১৯৬২ সালের জার্কার্তা এশিয়ান গেমসে ভারত সোনা জিতেছিল। কুয়ালা লামপুরে অনুষ্ঠিত মারডেকা কাপে দেশের হয়ে তিন বার প্রতিনিধিত্ব করেন তিনি।

Advertisement

আরও পড়ুন: টি টোয়েন্টির বদলা ওয়ানডে-তে, আজই সিরিজ জিতে ফেলল নিউজিল্যান্ড

ফুটবলার হিসেবে বুট জো়ড়া তুলে রাখার পরে কোচিং জগতে প্রবেশ করেন তিনি। সেখানেও পিকে দারুণ সফল। আজকাল পেপ গুয়ার্দিওলা, হোসে মোরিনহোরা ফুটবলারদের ‘পেপ টক’ দেন। আজ থেকে বহু বছর আগে ফুটবলারদের উদ্বুদ্ধ করতে পিকের জুড়ি ছিল না। ময়দানে তা ‘ভোকাল টনিক’ বলেই পরিচিত।

আরও পড়ুন: আমরা পারিনি, ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে তোমরা দেখিয়ে দাও, বলছেন মেহেদি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement