Piyush Chawla

করোনার থাবা বেড়েই চলেছে ক্রীড়ামহলে, এ বার হেরে গেলেন পীযূষ চাওলার বাবা

সোমবার দিল্লির এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৪:২৮
Share:

বাবা এবং মেয়ের সঙ্গে পীযূষ। ছবি ইনস্টাগ্রাম

কোভিড যেন রোজই কোনও না কোনও দুঃসংবাদ বয়ে নিয়ে আসছে। একের পর এক খ্যাতনামী তাঁদের প্রিয়জনকে হারাচ্ছেন। সোমবার পীযূষ চাওলা হারালেন তাঁর বাবা প্রমোদ কুমার চাওলাকে। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে মর্মান্তিক সংবাদ দেন এই স্পিনার।

Advertisement

সদ্য স্থগিত আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন চাওলা। তার আগে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। তাঁর বাবা গত কয়েকদিন ধরেই কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ছিলেন। সোমবার দিল্লির এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ইনস্টাগ্রামে চাওলা লিখেছেন, “তোমায় ছাড়া জীবন আর একই রকম থাকবে না। জীবনের শক্তির অন্যতম ভরসাকে হারালাম।”

চাওলাকে সমবেদনা জানিয়েছেন ইরফান পাঠান। প্রাক্তন পেসার টুইটারে লিখেছেন, “আমার ভাল বন্ধু পীযূষ চাওলার বাবা প্রমোদ কুমার আর নেই। তোমার এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আশা করি ধৈর্যের সঙ্গে তুমি এই কঠিন সময় কাটিয়ে উঠবে। প্রমোদ কাকু খুবই ভাল মানুষ ছিলেন। কোভিড আর একটা জীবন কেড়ে নিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement