ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি। —ফাইল চিত্র।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি ও অভিনেত্রী তামান্নার গ্রেফতারি চেয়ে মামলা হল মাদ্রাজ হাইকোর্টে। কোহালিদের বিরুদ্ধে অভিযোগ, অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন তাঁরা।
চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তাঁর বক্তব্য, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। আদালতে করা অভিযোগে বলা হয়েছে যে, বিরাট কোহালি ও তামান্নার মতো তারকাদের ব্যবহার করে যুব সমাজের মগজধোলাই করা হচ্ছে। আর এই কারণেই দু’জনকে গ্রেফতার করা উচিত।
আবেদনে এক তরুণের উল্লেখ করা হয়েছে, যিনি অনলাইন জুয়ার জন্য টাকা নিয়ে তা ফেরাতে না পেরে আত্মঘাতী হয়েছিলেন। এই মামলার শুনানি হবে মঙ্গলবার।
আরও পড়ুন: স্ত্রী-পরিবার ছাড়াই আইপিএলে ক্রিকেটাররা? ফ্র্যাঞ্চাইজিদেরই সিদ্ধান্ত নিতে বলছে বোর্ড
আরও পড়ুন: ‘অ্যাথলিট হিসাবে আমি ছিলাম বথাম-হ্যাডলি-ইমরানের যোগফলের থেকেও ভাল’