Pat Cummins

‘ভাগ্যবান’ কামিন্স

গত কাল ফাঁকা গ্যালারির সামনে অস্ট্রেলিয়া-নিউজ়িল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ হয়। যে ম্যাচে জেতে আস্ট্রেলিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২০ ০৫:০৯
Share:

অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।—ছবি রয়টার্স।

করোনাভাইরাসে যখন একের পর এক খেলা বাতিল হয়ে যাচ্ছে, তখন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স মনে করেন, তাঁরা ভাগ্যবান যে ক্রিকেট খেলেন। যদিও করোনার কারণে একের পর এক ক্রিকেট সিরিজ বাতিল হয়েছে বা পিছিয়ে যাচ্ছে, তবু কামিন্স এই কথা বলছেন। যার কারণ একটাই। অস্ট্রেলীয় পেসার মনে করেন, অন্য অনেক খেলার মতো ক্রিকেটে সে ভাবে শারীরিক সংস্পর্শে আসতে হয় না। সে ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কাও কম। কামিন্সের মন্তব্য, ‘‘আমাদের ভাগ্য ভাল যে ক্রিকেট ‘কনট্যাক্ট স্পোর্টস’ নয়। আমরা সে ভাবে অন্য খেলোয়াড়দের সংস্পর্শে আসি না। অন্যের খুব কাছে আসাটা তাই এড়ানো যায়।’’

Advertisement

গত কাল ফাঁকা গ্যালারির সামনে অস্ট্রেলিয়া-নিউজ়িল্যান্ডের প্রথম ওয়ান ডে ম্যাচ হয়। যে ম্যাচে জেতে আস্ট্রেলিয়া। এর পরে শনিবার ঘোষণা করে দেওয়া হয়, সিরিজের বাকি দুটো ম্যাচ আর হবে না। এমনকি, এর পরে নিউজ়িল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়ার যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল, তাও পিছিয়ে গিয়েছে। নিউজ়িল্যান্ড সরকার জানিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়া থেকে এখন যাঁরা আসবেন, তাঁদের ১৪ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে। যার পরে অস্ট্রেলিয়া তাদের নিউজ়িল্যান্ড সফরও বাতিল করে দেয়। মাঠে নিজেদের মনোভাব নিয়ে কামিন্স বলছেন, ‘‘আমরা আগে নিজেদের মধ্যে পরিষ্কার করে নিয়েছিলাম যে, আমাদের মানসিকতায় কোনও বদল হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement