শ্যেন নদীর জলে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো। ছবি: রয়টার্স।
প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন বিশ্বের ২০৬টি দেশের ১০ হাজার ৭০০ জনের বেশি ক্রীড়াবিদ। কোচ, সাপোর্ট স্টাফ, কর্তা, ম্যাচ অফিসিয়াল, স্বেচ্ছাসেবক মিলিয়ে প্রায় ৩৫ হাজার মানুষ আসবেন প্যারিসে। এই ধরনের গেমসে বিভিন্ন দেশের খেলোয়াড়, কোচদের উদ্বেগের অন্যতম বিষয় হল সংশ্লিষ্ট শহরের দূষণের মাত্রা। পরিবেশ নিয়ে বিদেশিদের আশ্বস্ত করতে শ্যেন নদীতে নেমে পড়লেন প্যারিসের মেয়র অ্যানে হিদালগো।
শ্যেন নদীতেই এ বারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে। নদীর দূষণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিভিন্ন মহল থেকে। প্যারিস প্রশাসন আশ্বাস দিয়েছিল, অলিম্পিক্স শুরুর আগে নদীকে সম্পূর্ণ দূষণমুক্ত করা হবে। সেই কাজ শেষ হয়েছে। নদীর জলের শুদ্ধতা প্রমাণ করতে অলিম্পিক্স শুরুর ন’দিন আগে বুধবার নদীতে নামলেন প্যারিসের মেয়র হিদালগো। তাঁর সঙ্গে নদীতে নেমেছিলেন ফ্রান্সের একাধিক সরকারি আধিকারিকও। নদীর জল থেকে উঠে প্যারিসের মেয়র বলেছেন, ‘‘জল খুব ভাল। খুবই ভাল। একটু ঠান্ডা। সেটা খারাপ নয়।’’
জুন মাসের শুরু থেকে নদীর জলের মান প্রতি দিন পরীক্ষা করা হয়েছে। মাপা হয়েছে জলের দূষণের মাত্রা। গত ২০১৫ সাল থেকে শ্যেন নদীকে দূষণমুক্ত করার কাজ শুরু করেছিল ফ্রান্স সরকার। শুরু করা হয়েছিল নদীকে কেন্দ্র করে একাধিক প্রকল্পও। সব মিলিয়ে খরচ করা হয়েছে ১৫০ কোটি ডলার (প্রায় ১১,২৫০ কোটি টাকা)। প্যারিস শহরের মাঝামাঝি অংশে তৈরি করা হয়েছে ভূগর্ভস্থ বিশাল জলাধার। পরিবর্তন করা হয়েছে শহরের পয়ঃপ্রণালী ব্যবস্থার এবং উন্নত করা হয়েছে বিভিন্ন কাজে ব্যবহৃত জল দূষণমুক্ত করার ব্যবস্থা।
যাতে কোনও ভাবেই নদীর জল নতুন করে দূষিত না হয়। জলের মান বজায় রাখার জন্য নদীতে সাঁতার কাটাও নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছিল কোনও কোনও মহল থেকে। তা অবশ্য মানা হয়নি।