মহম্মদ কইফ ও তাঁর মা। ছবি কইফের টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর প্রথমবারের জন্য ওয়ান ডে ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ পেল ইংল্যান্ড। তাই ১৪ জুলাই দিনটি ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত হওয়াটাই স্বাভাবিক। যেমন ভারতীয় ক্রিকেটে চিহ্নিত হয়ে আছে ১৩ জুলাই দিনটি। আজ থেকে ১৭ বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে যুবরাজ সিংহ ও মহম্মদ কইফের ব্যাটিংয়ে ভর করে ন্যাটওয়েস্ট ট্রফির স্বাদ পেয়েছিল ভারত। কিন্তু লর্ডসে যখন ভারতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন কইফ, সেই সময় ভারতে বসে তাঁর বাবা-মা কী করছিলেন জানেন?
১৭ বছর আগেকার সেই দিনে জয়ের আশায় গোটা ভারতবাসীর চোখ যখন কইফের দিকে, তখন তাঁর বাবা কী করছিলেন সে কথা সম্প্রতি জানিয়েছেন কইফ নিজেই। এক সংবাদমাধ্যমেকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘‘সচিন আউট হওয়ার পর সবাই ভেবেছিল আমরা ম্যাচ হেরে যাব। আমার বাবা-মাও তা-ই ভেবেছিল।’’
তাই ২০০২-এর সেই ফাইনালে সচিন আউট হওয়ার পরই কাইফের বাবা-মা বাড়িতে তালা ঝুলিয়ে চলে গিয়েছিলেন সিনেমা হলে। সে দিন তাঁরা দেখেছিলেন শাহরুখ খানের ‘দেবদাস’ ছবিটি। সেই দিনের কথা ১৭ বছর পর জানালেন কইফ নিজেই। শুনুন আর কী বললেন কইফ-
আরও পড়ুন: এই ভাবে কেউ যেন আর না হারে, বলে দিলেন কেন
আরও পড়ুন: ‘বুড়ো’ ফেডেরারের রুদ্ধশ্বাস লড়াই, কান ঘেঁষে জিতে উইম্বলডন জোকোভিচের