Pankaj Advani

আবারও বিলিয়ার্ডসের বিশ্বখেতাব পঙ্কজ আডবাণীর, এই নিয়ে ২২ বার

গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল এ দিন। একপেশে ম্যাচে ৬-২ স্কোরলাইনে পঙ্কজ আডবাণী হারালেন স্থানীয় খেলোয়াড় নে থ্য উ-কে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৯
Share:

অপ্রতিরোধ্য পঙ্কজ। ফাইল ছবি।

ফের বিশ্বজয়ী পঙ্কজ আডবাণী। রবিবার মায়ানমারে কেরিয়ারের ২২তম বিশ্বখেতাব জিতে নিলেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে এই নিয়ে টানা চারবার চ্যাম্পিয়ন হলেন তিনি। গত ছয় বছর ধরলে ৩৪ বছর বয়সির এটা পঞ্চম খেতাব।

Advertisement

গত বছরের ফাইনালের পুনরাবৃত্তি ঘটল এ দিন। একপেশে ম্যাচে ৬-২ স্কোরলাইনে তিনি হারালেন স্থানীয় খেলোয়াড় নে থ্য উ-কে। চ্যাম্পিয়ন হওয়ার পর পঙ্কজ বলেছেন, “এটা টাচ-অ্যান্ড-গো ফরম্যাট। টানা চার বছর এই ফরম্যাটে জেতা আর শেষ ছয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই স্পেশ্যাল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement