আরশাদ নাদিম। —ফাইল চিত্র।
প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার পর থেকে পাকিস্তানে জাতীয় নায়কের সম্মান পাচ্ছেন আরশাদ নাদিম। একের পর এক পুরস্কার পাচ্ছেন তিনি। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা পুরস্কৃত করছে তাঁকে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, পুরস্কার হিসাবে তাঁর শ্বশুর মুহাম্মদ নাওয়াজ়ের দেওয়া ষাঁড় নিয়ে।
একটি সাক্ষাৎকারে অলিম্পিক্স সোনাজয়ীকে প্রশ্ন করা হয়েছিল, আপনার শ্বশুর পুরস্কার হিসাবে কেন ষাঁড় দিলেন? এটা নিয়ে তো নানা রকম মন্তব্য করা হচ্ছে। পাশে বসা স্ত্রী আয়েষাকে দেখিয়ে নাদিম বলেছেন, ‘‘ও আমাকে পুরস্কারের কথা জানায়। আমি তখনই জিজ্ঞেস করেছিলাম, ষাঁড়? উনি তো আমাকে ৫-৬ একর জমি দিতে পারতেন। ঠিক আছে, ষাঁড়ও ভাল। ঈশ্বরের কৃপায় ওঁর যথেষ্ট সঙ্গতি রয়েছে। আমাকে একটা ষাঁড় দিয়েছেন উপহার হিসাবে।’’ নাদিমের এই উত্তর শুনে সকলেই হেসে ফেলেছেন। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা নাদিম। সেখানকার গ্রামে উপহার হিসাবে ষাঁড়ের আলাদা গুরুত্ব রয়েছে।
অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন ফাইনালে ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছেন নাদিম। গড়েছেন নতুন অলিম্পিক্স রেকর্ড। তাঁর কাছে হেরে রুপো পেয়েছেন ভারতের নীরজ চোপড়া। ৩২ বছর পর পাকিস্তানকে অলিম্পিক্স পদক দিয়েছেন নাদিম। তাঁকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান দিয়েছে সে দেশের সরকার। এর আগে ১৯৯২ সালের অলিম্পিক্সে হকিতে ব্রোঞ্জ পেয়েছিল পাকিস্তান। তার পর আর কোনও পদক পায়নি তারা।