এ বছরই দিন-রাতের টেস্ট খেলতে পারে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাক বোর্ড চেয়ারম্যান শাহরিয়র খান জানিয়েছেন, সেপ্টেম্বর-অক্টোবরে আমিরশাহিতে গোলাপি বলে দিন-রাতের একটি টেস্ট খেলতে রাজি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। শাহরিয়রের কথায়, ‘‘ওদের চিঠি এখনও হাতে পাইনি। তবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড দুই টেস্টের সিরিজের একটা ম্যাচ দিন-রাতের খেলতে রাজি।’’ হলে সেটা হবে দুই টিমেরই প্রথম দিন-রাতের টেস্ট। একই সঙ্গে আসন্ন ইংল্যান্ড সফরে স্পট-ফিক্সিং কলঙ্কিত সলমন বাট, মহম্মদ আমের এবং মহম্মদ আসিফের ভিসা নিয়ে সঙ্কট তৈরি হয়েছে। ব্রিটিশ আইনে ব্রিটেনে জেল খাটা আসামিকে দশ বছরের মধ্যে আর ভিসা দেওয়া হয় না। তবে আমেরের স্ত্রী ব্রিটিশ হওয়ায় তাঁর ক্ষেত্রে নিয়ম শিথিল হতে পারে।