ফের পাকিস্তানকে খেলবে বাংলাদেশ। ফাইল ছবি
দীর্ঘ পাঁচ বছর বাংলাদেশ সফরে যাচ্ছে পাকিস্তান। নভেম্বর এবং ডিসেম্বরে দু’টি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে তারা। ঢাকা এবং চট্টগ্রামে ম্যাচগুলি হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হচ্ছে ১৪ নভেম্বর। তারপরেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সফর। ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। পরের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ২০ এবং ২২ নভেম্বর।
এরপর চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে যাবে পাকিস্তান। জাহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২৬ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকাতেই। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।
শেষ বার ২০১৫ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা জিতেছিল। শেষ টেস্টে জয় এসেছিল ৩২৮ রানের বিশাল ব্যবধানে। উল্লেখ্য, নিরাপত্তার কারণে এর আগে দু’বার পাকিস্তান সফর বাতিল করেছে বাংলাদেশ। দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক একসময় তলানিতে ঠেকেছিল। সম্প্রতি তা ঠিক হয়েছে।