সরফরাজ আহমেদ ফাইল ছবি
প্রয়োজনীয় ছাড়পত্র নেই। তাই আবু ধাবির বিমানে উঠতে দেওয়া হল না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ-সহ ১১ জনকে। পরে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ঘুরপথে তাঁদের আবু ধাবি পৌঁছনোর ব্যবস্থা করা হচ্ছে।
আইপিএল-এর মতো পাকিস্তান সুপার লিগের বাকি অংশও হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। আগামী ৫ জুন থেকে প্রতিযোগিতা শুরু করার কথা। অনেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আমিরশাহিতে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ এবং আরও কিছু ক্রিকেটারের লাহোর থেকে দোহা হয়ে আবু ধাবি পৌঁছনোর কথা ছিল। কিন্তু বিমানে ওঠার আগেই তাঁদের আটকানো হয়। পরে ফেরত পাঠানো হয় হোটেলে, যেখানে তাঁরা নিভৃতবাসে ছিলেন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, বাহরাইন হয়ে ঘুরপথে সরফরাজদের আমিরশাহিতে পাঠানো হবে। এমনিতেই অনেক কষ্টে সেখানে প্রতিযোগিতা আয়োজন করার অনুমতি পেয়েছেন পিসিবি কর্তারা। নিয়ম ভঙ্গ করার ফলে তা ফের বন্ধ হয়ে যাক এটা তাঁরা চাইছেন না।