এই দুঃসময়ে দেশের মানুষের পাশে এসে দাঁড়ালেন পাক তারকা ক্রিকেটাররা। —ফাইল চিত্র।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এ বার এগিয়ে এল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও পাক ক্রিকেটাররা।
করোনা মোকাবিলায় পাকিস্তানি মুদ্রায় ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন তাঁরা। পিসিবি জানিয়েছে, পাকিস্তান সরকারের জরুরি তহবিলে তাঁরা অর্থ দান করবেন।
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাশাপাশি পিসিবি কর্তারাও এগিয়ে এসেছেন। সংস্থা হিসাবে পিসিবি-ও আর্থিক অনুদান দেবে।
আরও পড়ুন: দুঃস্থদের পাশে সৌরভ, ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করবেন মহারাজ
আরও পড়ুন: করোনা-যুদ্ধে এগিয়ে এলেন তামিম-সহ ২৭ বাংলাদেশি ক্রিকেটার
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘‘পাকিস্তানের খারাপ পরিস্থিতিতে সব সময়ে এগিয়ে এসেছে পিসিবি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে সাহায্য করতে এগিয়ে এসেছি।’’
করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এখন চলছে লকডাউন। ঘরবন্দি সীমান্তের এ পার-ও পার। বিশ্বের তারকা খেলোয়াড়রা এগিয়ে এসেছেন, বাড়িয়ে দিয়েছেন সাহাষ্যের হাত। পাকিস্তানের দুঃস্থ মানুষদের পাশে আগেই দাঁড়িয়েছেন শাহিদ আফ্রিদি। এ বার এগিয়ে এল পিসিবি ও পাক তারকা ক্রিকেটাররা।