Pakistan Cricket

Misbah Ul-Haq: দেশে ফেরার ঠিক আগে করোনায় আক্রান্ত পাকিস্তানের কোচ মিসবা

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, মিসবা উপসর্গহীন। কিন্তু তাঁকে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ১৭:৪০
Share:

মিসবার করোনা ফাইল ছবি

করোনায় আক্রান্ত হলেন মিসবা উল-হকপাকিস্তানের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলে দেশে ফেরার ঠিক আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে বাকি দল দেশে ফিরলেও তিনি থেকে গিয়েছেন জামাইকায়।

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, মিসবা উপসর্গহীন। কিন্তু তাঁকে ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে। তারপরেই তিনি দেশের উদ্দেশে রওনা দিতে পারবেন।

পাকিস্তানের গোটা সফরকারী দলের মধ্যে একমাত্র মিসবারই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাকিরা বুধবার রাতের বিমানেই দেশের উদ্দেশে রওনা দিয়েছেন। তবে যে হোটেলে পাকিস্তান ছিল, সেখানে মিসবাকে রাখা হয়নি। তাঁকে অন্য একটি হোটেলে রাখা হয়েছে। ১০ দিনের নিভৃতবাসে তাঁর সঙ্গে সর্বক্ষণ একজন চিকিৎসক থাকবেন। প্রতিদিন তাঁর স্বাস্থ্যের পরীক্ষা করা হবে।

Advertisement

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। তার আাগে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান জিতেছে ১-০ ব্যবধানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement