Pakistan Cricket Board

Pakistan Cricket: ইংরেজদের হাতে কচুকাটা হওয়ার পর চিন্তায় পড়ে গিয়েছেন পাকিস্তানের কোচ

নেটমাধ্যমে তাঁর মুণ্ডপাত করছেন সমর্থকরা। মিসবা নিজেও বুঝতে পারছেন না কেন দলের এই হাল হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৫:২১
Share:

হারের কারণ বুঝতে পারছেন না মিসবা। ফাইল ছবি

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের হাতে কচুকাটা হওয়ার পর বেজায় চাপে পাকিস্তান। চিন্তায় পড়ে গিয়েছেন কোচ মিসবা উল-হকও। জানিয়েছেন, দল নাকি এতদিন ‘সঠিক পথেই’ ছিল।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশোর উপরে রান তুলেও সুবিধে করতে পারেননি বাবর আজমরা। দু’ওভার বাকি থাকতেই জিতেছে ইংল্যান্ড।

মিসবা বলেছেন, “আগের সিরিজগুলির ফলাফল দেখে আমরা ভেবেছিলাম দল ঠিক পথেই রয়েছে। কিন্তু এই একটা সিরিজ আমাদের পুরো বিধ্বস্ত করে দিয়েছে। মনে হচ্ছে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই দাঁড়িয়ে রয়েছি। দ্রুত এগিয়ে যাওয়ার উপায় খুঁজতে হবে।”

Advertisement

নেটমাধ্যমে তাঁর মুণ্ডপাত করছেন সমর্থকরা। মিসবা নিজেও বুঝতে পারছেন না কেন দলের এই হাল হল। বলেছেন, “এই সিরিজে কেন এত বাজে খেললাম তার কারণ জানি না। দল পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলেছিল। প্রধান কোচ হিসেবে আমার কাছে এটা খুব চিন্তায় বিষয়।”

তাঁর সংযোজন, “কী ভাবে এই খেলার ব্যাখ্যা দেব? কারওর পক্ষেই সেটা সম্ভব নয়। আমার মনে হয় এটা ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ প্রত্যেকের ব্যর্থতা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement