বৃষ্টি। কভারে ঢাকা সিডনি। রবিবার। ছবি টুইটার থেকে নেওয়া।
হার বাঁচাল পাকিস্তান। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পরিত্রাতা হয়ে দেখা দিল বৃষ্টি। না হলে সিরিজে অস্ট্রেলিয়ার ১-০ এগিয়ে যাওয়াই নিশ্চিত দেখাচ্ছিল।
আবহাওয়ার কারণে এই ম্যাচের ওভার কমিয়ে ১৫ করা হয়। আর তাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ওপেন করতে নেমে ৩৮ বলে অপরাজিত ছিলেন ৫৯ রানে। যাতে ছিল চারটি চার ও দুটো ছয়। ৩১ করেন মহম্মদ রিজওয়ান। ফখর জামান (০), হ্যারিস সোহেল (৪), আসিফ আলি (১১), ইমাদ ওয়াসিম (০), ইফতিকার আহমেদ (অপরাজিত ১)— কেউ বড় রান পাননি। কেন রিচার্ডসন (২-১৬), মিচেল স্টার্ক (২-২২), অ্যাশটন আগার (১-২৩) উইকেট ভাগ করে নেন।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৫ ওভারে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। রান তাড়া দারুণ ভাবে শুরু করেছিল অস্ট্রেলিয়া। ৩.১ ওভারে বিনা উইকেট উঠে যায় ৪১ রান। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১৬ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন। যার মধ্যে পাঁচটি চার ও দুটো ছয়। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অবিশ্বাস্য ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার অপরাজিত ছিলেন ২ রানে। জয়ের থেকে অস্ট্রেলিয়া যখন ৭৮ রান দূরে, তখন নামে বৃষ্টি। খেলা আর শুরু করা যায়নি।
আরও পড়ুন: পরবর্তী যুবরাজ! শিবম দুবের এই প্র্যাকটিসের ভিডিয়োয় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা
আরও পড়ুন: অভিষেক হচ্ছে মারকুটে অলরাউন্ডারের? দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
আর ১১ বল খেলা হলেই ডাকওয়ার্থ-লুইস নিয়মে ফয়সালা হতো খেলার। যে অবস্থায় ছিল অস্ট্রেলিয়া, তাতে তাদেরই জেতার কথা ছিল। কিন্তু ২০ মিনিটের বিরতির জন্য ভুগতে হয় অজিদের। আর এই কারণেই ক্ষুব্ধ অজি অধিনায়ক তোপ দেগেছেন নিয়মের বিরুদ্ধে। ফিঞ্চের কথায়, “দুই ইনিংসের ফাঁকে ২০ মিনিটের বিরতি হতাশাজনক। কয়েক ওভার বৃষ্টিতে হারানোর পরও ২০ মিনিটের বিরতি বিরক্তিকর। কয়েক ওভার নষ্ট হওয়ার পরও এই বিরতির কোনও মানে নেই। তবে এটা নিয়মের অঙ্গ। আর এটা নিয়ে কিছু করার নেই। প্রকৃতিও তো নিয়ন্ত্রণের বাইরে।”