সাফল্যের কৃতিত্ব সিন্ধু দিচ্ছেন কিমকে

রবিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয় বিদেশি কোচ প্রসঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫২
Share:

আকর্ষণ: বলিউড তারকা বিবেক ওবেরয়ের সঙ্গে সিন্ধু। টুইটার

বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু বললেন, হালফিলে দক্ষিণ কোরীয় কোচ কিম জি হিউনের কাছে কোচিং নিয়ে তাঁর খেলায় দারুণ উন্নতি হয়েছে। বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় তারকা জাপানের নজ়োমি ওকুহারাকে হারিয়ে সোনা জেতেন।

Advertisement

রবিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয় বিদেশি কোচ প্রসঙ্গে। সিন্ধুর জবাব, ‘‘বেশ কয়েক মাস কিমের সঙ্গে ট্রেনিং করছি। যা আমার খেলায় প্রচুর ছাপ ফেলেছে।’’ কিম আসায় ঠিক কোন জায়গাটায় উন্নতি হচ্ছে জানতে চাওয়া হলে ভারতীয় তারকার প্রতিক্রিয়া, ‘‘কাজ শুরুর আগে থেকেই আমাকে নিয়ে কিম ম্যাডামের অনেক পরিকল্পনা ছিল। আমিও অক্ষরে অক্ষরে ওঁর নির্দেশ অনুযায়ী খেলছি। আমার খেলার বেশ কিছু জায়গা উনি পুরোপুরি পাল্টে দিয়েছেন। নিজেই বুঝতে পারছি, আমার খেলা ঠিক কতটা ভাল হয়েছে আগের থেকে। অবশ্য গোপী স্যরের পরামর্শও (পুল্লেলা গোপীচন্দ) সব সময় পাই। সত্যি কথাটা হচ্ছে, আমার স্কিলের জায়গাটায় এখন অনেক উন্নতি হয়েছে। তবে আমাকে আগামী দিনে আরও ভাল খেলতে হবে।’’ বিশ্বচ্যাম্পিয়নশিপে ২০১৭-র ফাইনালে সিন্ধু হেরেছিলেন ওকুহারার কাছেই। সেটা কি এ বারের ফাইনালের আগে তাঁকে বাড়তি চাপে রেখেছিল? সিন্ধুর জবাব, ‘‘একেবারেই না। জানতাম এটা সম্পূর্ণ আলাদা একটা ম্যাচ। তাই ইতিবাচক চিন্তাই আমার মাথায় ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement