আমরা এখন ছন্দে, সাবধান বাংলাদেশ: হুঙ্কার যুবরাজের

টি-২০ বিশ্বকাপে তাঁর প্রত্যাবর্তনটা কিন্তু বেশ জমাটিই হয়েছে। ক্রিকেটের স্বর্গোদ্যানে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর গোছানো ২৪ টিম ইন্ডিয়ার জয়ের ভিতটা বেশ খানিকটা মজবুত করে দিয়েছিল। আপাতত সেই জয়ের আনন্দেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন যুবরাজ সিংহ। যার জেরে এ বার বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৪:৫২
Share:

টি-২০ বিশ্বকাপে তাঁর প্রত্যাবর্তনটা কিন্তু বেশ জমাটিই হয়েছে। ক্রিকেটের স্বর্গোদ্যানে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর গোছানো ২৪ টিম ইন্ডিয়ার জয়ের ভিতটা বেশ খানিকটা মজবুত করে দিয়েছিল। আপাতত সেই জয়ের আনন্দেই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছেন যুবরাজ সিংহ। যার জেরে এ বার বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।

Advertisement

দলে ফিরে জুনিয়র ক্রিকেটরদের সঙ্গে কিন্তু যুবরাজের তালমিলটা ভালই হয়েছে। এমনিতে পাকিস্তানের বিরুদ্ধে যুবরাজের রেকর্ড বেশ ঈর্ষনীয়। এই তো সে দিন এশিয়া কাপেও আফ্রিদিদের বিরুদ্ধে দলের জয় সূচক ইনিংসের অন্যতম কারিগর ছিলেন তিনি। সেই যুবরাজই এ বার রীতিমতো হুঙ্কার ছেড়ে বললেন, ‘‘ছন্দে ফিরে গেছে ভারত। সাবধান বাংলাদেশ।’’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে দলের আত্মবিশ্বাসে যে জোর ধাক্কাটা লেগেছিল, পাকিস্তানকে হারিয়ে তার অনেকটাই উদ্ধার করতে পেরে বেজায় খুশি ৩৫ বছরের এই ক্রিকেটার।

Advertisement

আপাতত, পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে খুব একটা পাত্তা দিতে নারাজ ২০০৭ সালের বিশ্বকাপজয়ী ভারত দলের অন্যতম প্রধান অস্ত্র।

আরও দেখুন- টিম ইন্ডিয়া ডুবে নতুন অ্যাপে ভারতে চলছে বিরাট মেহফিল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement