Wimbledon 2022

Ons Jabeur: রিয়াল ভক্ত জাবেরের শাসন চলছে

টেনিস না খেললে তিনি যে নিশ্চিত ভাবে ফুটবলার হতেন, তা নিয়ে কোনও সন্দেহ ছিল তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৮:০৫
Share:

ছবি: রয়টার্স।

টেনিস না খেললে তিনি যে নিশ্চিত ভাবে ফুটবলার হতেন, তা নিয়ে কোনও সন্দেহ ছিল তাঁর। এবং খেলতেন প্রিয় দল রিয়াল মাদ্রিদের জার্সিতে।

Advertisement

শেষ পর্যন্ত পেশা হিসেবে বেছে নিয়েছেন টেনিসকেই এবং উইম্বলডন টেনিসে রীতিমতো শাসকের মেজাজে ২৭ বছরের ওনস জাবের পৌঁছেও গেলেন চতুর্থ রাউন্ডে। শুক্রবার তিউনিশিয়ার তারকা স্ট্রেট সেটে হারালেন ফ্রান্সের ১৯ বছরের খেলোয়াড় দিহান পাহি-কে। ম্যাচের ফল জাবেরের পক্ষে ৬-২, ৬-৩। জয়ের পরে তিনি বলেছেন, “এই ছন্দটা ধরে রাখাইএকমাত্র লক্ষ্য।”

মেয়েদের অন্য সিঙ্গলসে এ দিন লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপোঙ্কো প্রথম সেটে পিছিয়ে পড়েও ইরিনা বেগুকে হারিয়ে পৌঁছে গিয়েছেন চতুর্থ রাউন্ডে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৩-৬, ৬-১, ৬-১। সবচেয়ে বড় চমক দিয়েছেন ইংল্যান্ডের হিদার ওয়াটসন। এই প্রথমবার তিনি উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পা রাখলেন। তিনি হারিয়েছেন কাজ়া জুবানকে ৭-৬ (৮), ৬-২ ফলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement