সর্বকালের সেরা টেস্ট দলে রেখেছিলেন তিন জন ভারতীয়কে। সর্বকালের সেরা টি-টোয়েন্টি দলে আরও এক জন, মোট চার জন ভারতীয়কে রাখলেন হরভজন সিংহ। যাঁদের সঙ্গে খেলেছেন এবং যাঁদের বিরুদ্ধে খেলেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে থেকেই এই একাদশ গড়েছেন বর্ষীয়ান অফস্পিনার।
ডেভিড ওয়ার্নার ওপেন করবেন এই দলে। এখনও পর্যন্ত ৭৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩১.৫২ গড়ে ২২০৭ রান করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। সেঞ্চুরি একটি। স্ট্রাইক রেট ১৪০.৪৮। ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৮০ ম্যাচে ৩৭.৯৩ গড়ে করেছেন ৯২১৮ রান। সেঞ্চুরি আটটি।
ওয়ার্নারের সঙ্গী হবেন রোহিত শর্মা। ১০৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২.৬২ গড়ে ২৭৭৩ রান করেছেন তিনি। শতরানের সংখ্যা চার। স্ট্রাইকরেট ১৩৮.৭৮। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩২৮ ম্যাচে ৩২.২৪ গড়ে করেছেন ৮৬৪২ রান। সেঞ্চুরি ছয়টি।
তিন নম্বরে নামবেন বিরাট কোহালি। ৮২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০.৮০ গড়ে ২৭৯৪ রান করেছেন তিনি। শতরান পাননি, অর্ধশতরান ২৪টি। স্ট্রাইকরেট ১৩৮.২৪। ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৮১ ম্যাচে ৪১.২০ গড়ে করেছেন ৮৯০০ রান। সেঞ্চুরি পাঁচটি।
চার নম্বরে নামবেন এবি ডি’ভিলিয়ার্স। ৭৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৬.১২ গড়ে ১৬৭২ রান করেছেন তিনি। শতরান নেই তাঁর। তবে অর্ধশতরান রয়েছে ১০টি। স্ট্রাইক রেট ১৩৫.১৬। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩১০ ম্যাচে ৩৭.১৫ গড়ে করেছেন ৮৬৫৭ রান। সেঞ্চুরি চারটি।
পাঁচ নম্বরে নামবেন অলরাউন্ডার বেন স্টোকস। ২৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭.৯৪ গড়ে ৩০৫ রান করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। স্ট্রাইক রেট ১৩৪.৩৬। সঙ্গে নিয়েছেন ১৪ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১২৩ ম্যাচে ২৪.৭৮ গড়ে করেছেন ২৩৩০ রান। নিয়েছেন ৬৮ উইকেট।
ছয় নম্বরে নামবেন আর এক অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৪৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০ গড়ে ৫৪০ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫১.২৬। নিয়েছেন ২৬ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টিতে তিনি অনেক বেশি সফল। ৩২১ ম্যাচে ২৬.৯৫ গড়ে করেছেন ৫৩৬৫ রান। সেঞ্চুরি দুটো। সঙ্গে রয়েছে ২৯১ উইকেটও রয়েছে।
সাত নম্বরে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি। ৯৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৭.৬০ গড়ে ১৬১৭ রান করেছেন তিনি। অর্ধশতরান দুটো। স্ট্রাইক রেট ১২৬.১৩। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩১৭ ম্যাচে ৩৯.৮৮ গড়ে করেছেন ৬৬২১ রান। উইকেটের পিছনে অবশ্যই তিনি।
আট নম্বরে আরও এক অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ৭১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩.৯৭ গড়ে ১১৫১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১১৬.৪৯। সঙ্গে ৫৯ উইকেট। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৪৫৫ ম্যাচে ২৩.৮৯ গড়ে করেছেন ৬৩০৭ রান। নিয়েছেন ৪৯৭ উইকেটও।
এর পর অবশ্যই থাকছেন যশপ্রীত বুমরা। ৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০.২৫ গড়ে নিয়েছেন ৫৯ উইকেট। ইকনমি রেট ৬.৬৬। স্ট্রাইক রেট ১৮.২। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৫৭ ম্যাচে নিয়েছেন ১৮২ উইকেট। ইকনমি রেট ৭.০৬।
লাসিথ মালিঙ্গা সঙ্গী হবেন বুমরার। ৮৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০.৭৯ গড়ে নিয়েছেন ১০৭ উইকেট। ইকনমি রেট ৭.৪২। স্ট্রাইক রেট ১৬.৮। ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৯৫ ম্যাচে নিয়েছেন ৩৯০ উইকেট। ইকনমি রেট ৭.০৮।
হরভজনের দলে ১১ নম্বরে রয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব। ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩.৭৬ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। ইকনমি রেট ৭.১১। স্ট্রাইক রেট ১১.৬। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৯৪ ম্যাচে নিয়েছেন ১১৯ উইকেট। ইকনমি রেট ৭.৫৪।
হরভজন দ্বাদশ ব্যক্তি হিসেবে রেখেছন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিনকে। ৫১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১.২৫ গড়ে নিয়েছেন ৫২ উইকেট। ইকনমি রেট ৬.০১। স্ট্রাইক রেট ২১.১। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৩৩৬ ম্যাচে নিয়েছেন ৩৭৯ উইকেট। ইকনমি রেট ৬.০২।