১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে সচিনের। ছবি: টুইটার থেকে
একদিনের ক্রিকেটে ওপেনার সচিন তেন্ডুলকর ত্রাস ছিলেন গোটা বিশ্বের কাছে। ১৯৯৪ সালে ২৭ মার্চ প্রথম বার সেই চরিত্রে আবির্ভাব ঘটেছিল মাস্টার ব্লাস্টারের। শনিবার সকালে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন সচিন। সেই দিনেই ২৭ বছর আগে ভারত চিনেছিল অন্য সচিনকে।
১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে সচিনের। সেই সময় মিডল অর্ডারে খেলতেন তিনি। ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অকল্যান্ডে ওপেনার হিসেবে খেলতে দেখা যায় মুম্বইকরকে। ৪৯ বলে ৮২ রান করেন সেই ম্যাচে। অজয় জাডেজা ছিলেন তাঁর সঙ্গী। ম্যাচের সেরাও হয়েছিলেন সচিন। ৭ উইকেট হাতে নিয়ে সেই ম্যাচ জেতে ভারত।
শনিবার জানা যায় সচিন করোনা আক্রান্ত। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। বাড়ির বাকি সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলেও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। তাঁর সুস্থতা কামনা করছেন সমর্থকরা।