ICC

ICC T20 World Cup: যতীন্দ্রের ব্যাটে জয় ওমানের

পাপুয়া নিউ গিনির বোলারদের মধ্যে কেউই যতীন্দ্র এবং আকিবকে সমস্যায় ফেলতে পারেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২১ ০৮:৩৭
Share:

আগ্রাসী: ৪২ বলে অপরাজিত ৭৩ রান যতীন্দ্রের। রবিবার। টুইটার

ভারতীয় বংশোদ্ভূত যতীন্দ্র সিংহের অপরাজিত ৭৩ রানের (৪২ বলে) সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ওমান ১০ উইকেটে হারাল পাপুয়া নিউ গিনিকে। রবিবার যতীন্দ্র এবং আর এক ওপেনার আকিব ইলিয়াসের অপরাজিত ৫০ রানের (৪৩ বলে) সাহায্যে ১৩.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওমান।

Advertisement

পাপুয়া নিউ গিনির বোলারদের মধ্যে কেউই যতীন্দ্র এবং আকিবকে সমস্যায় ফেলতে পারেননি। তিনি নিজের ইনিংস সাজান পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কা দিয়ে। যতীন্দ্রের জন্ম লুধিয়ানায়। ২০১৯ সালে যোগ্যতা অর্জনের প্রতিযোগিতাতেও তিনি সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। এর আগে পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা ৪৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। কিন্তু ওমানের অধিনায়ক জ়িশান মাকসুদ ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে ১২৯ রানে আটকে রাখেন প্রতিপক্ষ দলকে।

সংক্ষিপ্ত স্কোর: পাপুয়া নিউ গিনি ১২৯-৯ (আসাদ ৫৬, জ়িশান ৪-২০), ওমান ১৩.৪ ওভারে ১৩১ (যতীন্দ্র অপরাজিত ৭৩, আকিব অপরাজিত ৫০)। ওমান ১০ উইকেটে জয়ী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement