Mikel Arteta

বাতিল অলিম্পিক্স মশাল-দৌড়, বন্দি আর্সেনাল ম্যানেজার

করোনায় সংক্রমিত হওয়ার পরে নিজেকে স্বেচ্ছাবন্দি রেখেছেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৫:০৬
Share:

আশাহত: বাতিল ম্যাচ। ইডেনে টিকিট কাউন্টারের সামনে হতাশ ভক্ত। নিজস্ব চিত্র

করোনাভাইরাস সংক্রমণের জেরে ক্রমশ স্তব্ধ হচ্ছে আন্তর্জাতিক খেলার দুনিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ সাময়িক বন্ধ। বিশ্বের প্রথম সারির ফুটবল লিগ যেমন লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সেরি আও বন্ধ রেখেছে তাদের খেলা। মারণ এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন স্বয়ং আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। পরিস্থিতি এতটাই খারাপ যে পিছিয়ে যেতে পারে ইউরো কাপ ও অলিম্পিক্সও। বৃহস্পতিবারই দর্শকশূন্য স্টেডিয়ামে অলিম্পিক্স আয়োজনের পরিবর্তে তা এক বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দিন গ্রিসে অলিম্পিক্সের মশাল দৌড় হওয়ার কথা ছিল। কিন্তু ইউরোপে করোনা সংক্রমণের তীব্রতা দেখার পরে সে দেশের অলিম্পিক সংস্থা এই অনুষ্ঠান বাতিল করে দেয়। ১৯ মার্চ এই মশাল টোকিয়ো অলিম্পিক্স আয়োজকদের হাতে তুলে দেওয়া হবে গ্রিসে। কিন্তু সেখানেও দর্শকদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Advertisement

সংক্রমিত আর্তেতা: করোনায় সংক্রমিত হওয়ার পরে নিজেকে স্বেচ্ছাবন্দি রেখেছেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের ফুটবল নিয়ামক সংস্থা এফএ ইপিএল-সহ সে দেশের সব ধরনের ফুটবল প্রতিযোগিতা ৩ এপ্রিল পর্যন্ত বাতিল করেছে। আর্সেনাল শিবির অবশ্য ইতিমধ্যেই যে সব খেলোয়াড় ও সহকারী কোচেরা গত কয়েক দিনে আর্তেতার সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও আলাদা করে চিকিৎসা শুরু করেছে। এ দিন এক বার্তায় আর্সেনাল ম্যানেজার আর্তেতা বলেন, ‘‘শরীর অসুস্থ থাকায় পরীক্ষা করিয়েছিলাম। সেখানেই ধরা পড়ে যে আমি করোনাভাইরাসে সংক্রমিত। তার পরেই রোগ-অন্তরীণ অবস্থায় রয়েছি। এটা সত্যিই খুব হতাশাজনক পরিস্থিতি। চিকিৎসকেরা সুস্থ ঘোষণা করলেই ফের কাজ শুরু করব।’’

চিন্তিত ওয়েস্ট হ্যাম: শনিবার ম্যাচ ছিল আর্সেনাল বনাম ওয়েস্ট হ্যামের। যে ম্যাচে আর্সেনাল ম্যানেজার আর্তেতার সঙ্গে হাত মিলিয়েছিলেন ওয়েস্ট হ্যাম ম্যানেজার ডেভিড মোয়েস ও তাঁর সহকারী। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে ওয়েস্ট হ্যাম কর্তৃপক্ষ মোয়েস ও তাঁর সহকারী ও ফুটবলারদের রোগ-অন্তরীণ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

হাডসনের বার্তা: চেলসির ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইও এই মারণ ভাইরাসের দ্বারা সংক্রমিত হয়েছেন। হাডসন-ওডোই তিন বছর আগে কলকাতা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলে গিয়েছেন। তাঁর অনুরাগীদের আশা জুগিয়েছে, এ দিন বিকেলে তাঁর একটি টুইট। যেখানে ১৯ বছরের এই ফুটবলার লেখেন, ‘‘করোনা ভাইরাস সংক্রমিত হয়েছিলাম। খবরটা অনেকেই জেনেছেন। তবে চিকিৎসার ফলে এই মুহূর্তে আমি অনেকটাই সেরে উঠেছি।’’ যোগ করেছেন, ‘‘গত এক সপ্তাহ চিকিৎসা নির্দেশিকা মেনে চলার পাশাপাশি নিজেকে রোগ-অন্তরীণ (কোয়ারেন্টাইন) করে রেখেছিলাম। যাঁরা এখনও সেরে ওঠেননি আশা রাখি চিকিৎসা ও নিয়ম মেনে চলে তাঁরাও দ্রুত রোগমুক্ত হবেন।’’

বাতিল শ্রীলঙ্কা সফর: শ্রীলঙ্কায় দু’ম্যাচের টেস্ট সিরিজ বাতিল করে দেশে ফিরছেন ইংল্যান্ডের ক্রিকেটারেরা। ১৯ মার্চ থেকে গল-এ এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল।

স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ: বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের জুভেন্টাস বনাম লিয়ঁ এবং ম্যাঞ্চেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ বাতিল করেছিল উয়েফা। কিন্তু এ দিন সতর্কতামূলক পদক্ষেপ করে বাকি যে ম্যাচগুলো আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল, সেগুলিও

বাতিল করে দিল উয়েফা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement