বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন মীরাবাই। ছবি: টুইটার।
বিশ্বমঞ্চে দেশকে আবার গর্বিত করলেন মীরাবাই চানু। বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতায় রুপো জিতলেন ভারতের অন্যতম সেরা মহিলা ভারোত্তোলক। ৪৯ কেজি বিভাগে মোট ২০০ কিলোগ্রাম ওজন তুলে রুপো জিতেছেন তিনি।
সোনাজয়ী চিনের জিয়াং হুইহুয়া মোট ২০৬ কিলোগ্রাম ওজন তুলে ৪৯ কেজি বিভাগে সোনা জিতেছেন। তাঁর থেকে ৬ কিলোগ্রাম কম ওজন তুলেছেন মীরাবাই। সোনা জিততে না পারলেও অলিম্পিক্স চ্যাম্পিয়ন চিনেরই হোউ ঝিহুইকে হারিয়ে দিয়েছেন ভারতীয় ভারোত্তোলক। হোউ মোট ১৯৮ কিলোগ্রাম ওজন তুলে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
টোকিয়ো অলিম্পিক্সেও মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন মীরাবাই। বোগোটায় আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাও অধরা থাকল তাঁর। মীরাবাই স্ন্যাচ বিভাগে ৮৭ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৩ কিলোগ্রাম ওজন তুলেছেন। সোনাজয়ী জিয়াং স্ন্যাচ বিভাগে ৯৩ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৩ কিলোগ্রাম ওজন তুলেছেন। স্ন্যাচ বিভাগেই পিছিয়ে পড়েন মীরাবাই। ৬ কিলোগ্রাম ওজনের পার্থক্য ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে মুছতে পারেননি ভারতীয় ভারোত্তোলক। প্রথম পর্বের শেষে তৃতীয় স্থানে ছিলেন তিনি। কারণ ব্রোঞ্জজয়ী হোউ স্ন্যাচ বিভাগে ৮৯ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৯ কিলোগ্রাম ওজন তুলেছেন।
শুরুটা ভাল হয়নি মীরাবাইয়ের। ৮৫ কিলোগ্রাম ওজন দিয়ে শুরু করেন স্ম্যাচ পর্ব। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭ কিলোগ্রাম ওজন তুলতে ব্যর্থ হওয়ায় পঞ্চম স্থানে নেমে যান। তৃতীয় প্রচেষ্টায় সাফল্য পাওয়ায় পদকের লড়াইয়ে ফিরে আসেন তিনি। ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের কাছাকাছিও পৌঁছাতে পারেননি মীরাবাই। তা পারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিততে পারতেন। তাঁর সেরা পারফরম্যান্স স্ন্যাচে ৯৬ কিলোগ্রাম এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কিলোগ্রাম। ক্লিন অ্যান্ড জার্কে মহিলাদের ৪৯ কেজি বিভাগে বিশ্বরেকর্ড তাঁরই দখলে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে দ্বিতীয় বার পদক জিতলেন মীরাবাই। এর আগে ২০১৭ সালে সোনা জিতেছিলেন তিনি। সে বার প্রতিদ্বন্ধীতা করেছিলেন ৪৮ কেজি বিভাগে।