২০০৪-এ রিলেতে সোনা জিতেছিলেন কেলার। ফাইল ছবি
আমেরিকার ক্যাপিটল বিল্ডিং ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন অলিম্পিক্সে সাঁতারে দু’বারের সোনাজয়ী এবং মাইকেল ফেলপ্সের প্রাক্তন সতীর্থ ক্লেটে কেলার। সম্প্রতি টুইটারে প্রকাশিত হওয়া ভিডিয়োয় এমনটাই প্রকাশ্যে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে ক্যাপিটল বিল্ডিং ভাঙচুরে অংশ নিয়েছিলেন কেলার।
সাঁতার সম্পর্কিত আমেরিকার ওয়েবসাইট ‘সুইমসোয়াম’ জানিয়েছে, অন্তত ১২ জন প্রাক্তন সাঁতারু ভিডিয়োয় কেলারকে চিহ্নিত করেছেন। আমেরিকার অলিম্পিক্স দলের জ্যাকেট পরে ছিলেন কেলার। তবে আমেরিকার সুইমিং অ্যাসোসিয়েশন খবরের সত্যতা স্বীকার করেনি। কেলারের সঙ্গেও যোগাযোগ করা যায়নি। তবে নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, প্রকাশ্যে ভাঙচুর চালানোর কোনও অভিযোগ পাওয়া যায়নি কেলারের বিরুদ্ধে।
২০০৪ অ্যাথেন্স অলিম্পিক্সে আমেরিকার সোনাজয়ী রিলে দলে ছিলেন কেলার। ৪*২০০ মিটার রিলে-তে শেষ ধাপে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান থর্পকে টপকে সোনা জেতান আমেরিকাকে। সাত বছর পর প্রথমবার ওই ইভেন্টে হেরেছিলেন থর্প। অলিম্পিক্সে মোট পাঁচটি পদক জিতেছেন তিনি।
আরও খবর: বিরুষ্কার মেয়ের জন্য ২ দিনেই ‘জেড প্লাস’ নিরাপত্তা! ব্রাত্য আত্মীয়, বন্ধুরাও
আরও খবর: রোহিত, শাস্ত্রী, বুমরার পেপ টক, শ্রোতা শুভমন, নটরাজন, শার্দূল