Paris Olympics 2024

হকিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের, কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ হরমনপ্রীতদের

অলিম্পিক্সে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেল ভারতীয় হকি দল। আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে সুবিধাজনক জায়গায় থাকল গত অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৮:৩৭
Share:

ভারতীয় হকি দলের উচ্ছ্বাস। ছবি: এক্স (টুইটার)।

অলিম্পিক্স হকিতে দ্বিতীয় জয় পেল ভারতীয় দল। পুলের (গ্রুপ) তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারালেন হরমনপ্রীত সিংহেরা। দু’টি গোলই এসেছে অধিনায়কের স্টিক থেকে। মঙ্গলবারের জয়ের সুবাদে অলিম্পিক্স হকির কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকল ভারত।

Advertisement

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় প্রত্যাশিতই ছিল। নিউ জ়িল্যান্ড এবং আর্জেন্টিনা ম্যাচের ভুলগুলি অনেকটাই শুধরে নিয়ে এ দিন নেমেছিল ভারতীয় দল। যদিও প্রতিপক্ষের ‘ডি’র মধ্যে দুর্বলতা দেখা গিয়েছে। আইরিশদের বিরুদ্ধে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন হরমনপ্রীতেরা। দ্রুত সুফলও পান তাঁরা। ১১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে তিনিই ব্যবধান বৃদ্ধি করেন। পেনাল্টি কর্নার মারার ক্ষেত্রেও বিশেষ মুনশিয়ানা দেখাতে পারেনি ভারতীয় দল।

২-০ ব্য়বধানে এগিয়ে যাওয়ার পরও আক্রমণের ঝাঁজ কমায়নি ভারতীয় দল। যদিও ব্যবধান বৃদ্ধি করতে পারেনি ভারতীয় দলের খেলোয়াড়েরা। ফরোয়ার্ডদের ব্যর্থতা বেলজিয়াম, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সমস্যায় ফেলতে পারে ভারতীয় দলকে। কারণ কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ঠিক হবে পুলে ভারতীয় দলের অবস্থানের উপর। প্রথম দু’দলের মধ্যে শেষ করতে পারলে শেষ আটের লড়াইয়ে তুলনায় সহজ প্রতিপক্ষ পেতে পারেন হরমনপ্রীতেরা।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আয়ারল্যান্ডকে হারানোর পর ভারতীয় দলের অধিনায়ক মেনে নিয়েছেন দলের খেলার খামতি রয়েছে। হরমনপ্রীত বলেছেন, ‘‘বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে আমাদের। ভুলভ্রান্তি আরও কমাতে হবে। আরও কঠিন ম্যাচ রয়েছে আমাদের সামনে। তবে আমরা আত্মবিশ্বাসী।’’ উল্লেখ্য, ১ অগস্ট ভারতের পরের প্রতিপক্ষ গত বারের সোনাজয়ী বেলজিয়াম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement