অস্বস্তি: আর্সেনালের বিরুদ্ধে পরীক্ষা সোলসারের। ফাইল চিত্র
ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ আর্সেনাল ম্যাচ খেলতে নামার আগে সমর্থকদের ধৈর্য ধরতে বললেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার।
লিগে এ বার প্রথম আট ম্যাচে রেড ডেভিলস পেয়েছে মাত্র ছ’পয়েন্ট। ক্লাব শেষ বার ইপিএল জিতেছিল ২০১৩-তে। এ হেন দুঃসময়ে ক্লাব প্রথমে তত্ত্বাবধায়ক ম্যানেজার করে আনে সোলসারকে। পরে স্থায়ী দায়িত্ব দেওয়া হয়। এই ম্যানেজারের সাফ কথা, রাতারাতি ম্যান ইউয়ে ছবিটা পাল্টে দেওয়ার ক্ষমতা তাঁর নেই। রোম শহর যেমন এক দিনে তৈরি হয়নি, তিনিও মনে করেন ইংল্যান্ডের বিখ্যাত এই ক্লাবে সুসময় ফিরবে ধীরে ধীরে।
সোলসার বলেছেন, ‘‘এ বারের পরিস্থিতি গত বারের মতো নয়। গত বার দলটার ভাল করার ইচ্ছেটা ছিল না। চেষ্টা করছি ক্লাবে একটা নতুন সংস্কৃতি তৈরি করতে। চেষ্টা করছি সবাইকে একসূত্রে গাঁথবার। কখনও বলিনি, রাতারাতি সব বদলে যাবে। রোম এক দিনে তৈরি হয়নি।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘সামনের রাস্তা খুবই রুক্ষ। ছেলেদের সময় দিতে হবে। চেষ্টা করতে হবে, ওদের বোঝাপড়া যেন ক্রমশ বাড়ে। এবং খেলার সম্পূর্ণ নিজস্ব স্টাইল তৈরি হয়।’’
আর্সেনাল ম্যাচ নিয়ে সোলসার বললেন, ‘‘সোজা কথা জিততে হবে। দলকে ঘুরে দাঁড়াতে জয়ের রাস্তায় ফেরা জরুরি। তা ছাড়া আর্সেনালের সঙ্গে আমাদের খেলা সব সময় দর্শক উপভোগ করে। ওদের বিরুদ্ধে আমাদের রেকর্ড ভাল। ছেলেদের বোঝানোর চেষ্টা করছি, মনঃসংযোগ ঠিক রেখে সেরা খেলাটা খেলা কেন দরকার। সেটা পারলেই এই দলটাকে অন্য রকম লাগবে।’’
ম্যাচের সম্ভাব্য মেজাজ নিয়ে ম্যান ইউ ম্যানেজারের কথা, ‘‘দু’দলই জেতার জন্য ঝাঁপাবে এবং শুরু থেকে আক্রমণে যাবে। তা ছাড়া বহু বছর লক্ষ করছি, উনাই (এমেরি) ঠিক কী ভাবে কাজ করে। ওর কাজের মূল ব্যাপার, নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে টিম নামায়। আমাদের বিরুদ্ধে সোমবার ওর রণকৌশল কী হতে পারে সেটাই আন্দাজ করার চেষ্টা করছি। আমরাও সে ভাবেই নিজেদের তৈরি রাখব।’’
আর্সেনাল ম্যানেজার এমেরি বলেছেন, ‘‘স্পেনে কোচিং করানোর সময় থেকে আর্সেনাল বনাম ম্যান ইউ ম্যাচ থাকলে দেখতাম। ভাল করে বুঝতাম, ইংলিশ প্রিমিয়ার লিগে এই ম্যাচ মানেই বিশেষ মুহূর্ত। ওদের হারিয়ে মুহূর্তটাকে স্মরণীয় করাই এখন একমাত্র লক্ষ্য।’’
ম্যান ইউয়ের সব চেয়ে বড় সমস্যা, চোট-আঘাত। সংশয় আছে পল পোগবাকে নিয়ে। চোট সারিয়ে মাঠে ফিরলেও ফরাসি তারকা লিগ কাপের ম্যাচে আবার চোট পেয়েছেন। সোলসার অবশ্য বলেছেন, ‘‘কারা থাকবে না, তা নিয়ে ভাবি না। যাদের পাব, তাদের উপরেই ভরসা রাখছি।’’
আজ ইপিএলে: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল (রাত ১২-৩০)।