মহাকাব্যিক ফাইনালে থিমের কাছ থেকে পয়েন্ট জেতার পরে জোকোভিচ।
অস্ট্রেলীয় ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। ফাইনালে সার্বিয়ান তারকা ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪-এ হারালেন অস্ট্রিয়ার ডোমিনিক থিমকে।
রাফায়েল নাদাল রোলঁ গ্যারোজের রাজা। জোকার আবার মেলবোর্ন পার্ক-এর বাদশা। রবিবার মেলবোর্নে অষ্টম খেতাব জিতলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে যত বার শেষ চারে পৌঁছেছেন জোকার, প্রতি বারই খেতাব জিতেছেন। এ বারও তাই হল। জোকোভিচের জেতা গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা দাঁড়াল ১৭টি।
প্রথম বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলতে নেমেছিলেন অস্ট্রিয়ার থিম। ম্যাচ দেখে একবারের জন্যও মনে হয়নি তিনি চাপে রয়েছেন। প্রথম সেট জোকোভিচ জিতে নেওয়ার পরে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে এগিয়ে যান থিম। ম্যাচ বাঁচানোর জন্য চতুর্থ সেটে মরিয়া লড়াই করেন জোকোভিচ। চতুর্থ সেট সার্বিয়ান তারকা জিতে নেওয়ায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে।
আরও পড়ুন: বুমরা-সাইনি ম্যাজিকে ৫-০, নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত
শেষ সেটে প্রতিটি পয়েন্টের জন্য লড়েন থিম। শেষ পর্যন্ত অবশ্য অভিজ্ঞতার জোরে জোকোভিচ ম্যাচ জিতে নেন। থিম হেরে গেলেও তাঁর লড়াই দীর্ঘদিন মনে থাকবে টেনিস-ভক্তদের।