novak djokovic

নোভাকের জয়রথ ছুটছে

দুরন্ত আলেকজান্ডার জ়েরেভও। তাঁর দু’ঘণ্টাও লাগেনি ইটালির মার্কো চেকিনাতোকে ৬-১, ৭-৫, ৬-৩ ফলে হারাতে। শেষ ষোলোতেও জ়েরেভের প্রতিদ্বন্দ্বী ইটালীয়, ইয়ানিক সিনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২০ ০৫:২৬
Share:

উচ্ছ্বাস: গালানকে স্ট্রেট সেটে হারালেন জোকোভিচ। ছবি: ইনস্টাগ্রাম

অপ্রতিরোধ্য নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনে শনিবার কলম্বিয়ার দানিয়েল এলাহি গালান তাঁর বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়তে পারলেন না। সার্বিয়ান মহাতারকা শেষ ষোলোয় পৌঁছে গেলেন অনায়াসে। জ়োকোভিচ জিতলেন ৬-০, ৬-৩, ৬-২ ফলে।

Advertisement

দুরন্ত আলেকজান্ডার জ়েরেভও। তাঁর দু’ঘণ্টাও লাগেনি ইটালির মার্কো চেকিনাতোকে ৬-১, ৭-৫, ৬-৩ ফলে হারাতে। শেষ ষোলোতেও জ়েরেভের প্রতিদ্বন্দ্বী ইটালীয়, ইয়ানিক সিনার। রাশিয়ার আন্দ্রে রুবলেভ ৬-৩, ৬-২, ৬-৩ ফলে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। অঘটন ঘটিয়েছেন ড্যানিয়েল অল্টমায়ার। ক্রমতালিকার ১৮৬ নম্বরে থাকা এই জার্মান হারান সপ্তম বাছাই মাত্তেয়ো বেরেত্তিনিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement