Novak Djokovic

ক্যাপ্টেন হুক সাজলেন নোভাক জকোভিচ, কেন জানেন?

বাড়িতে নানা রকম ভাবে সময় কাটানোর চেষ্টা করছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। কখনও আঁকার ছবি পোস্ট করছেন তো কখনও ক্যাপ্টেন হুক সাজছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২০ ১২:৫৩
Share:

এই ছবিই পোস্ট করেছেন জকোভিচ। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

করোনাভাইরাসের জেরে বন্ধ খেলার দুনিয়া। এই আবহে সন্তানদের সঙ্গে নোভাক জকোভিচ সময় কাটালেন ‘ক্যাপ্টেন হুক’ সেজে। আর সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন।

Advertisement

বাড়িতে নানা রকম ভাবে সময় কাটানোর চেষ্টা করছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। কখনও আঁকার ছবি পোস্ট করছেন তো কখনও ক্যাপ্টেন হুক সাজছেন। যিনি হলেন পিটার প্যানের এক জনপ্রিয় কাল্পনিক চরিত্র। সেই ছবি পোস্ট করে জকোভিচ লিখেছন, “ক্যাপ্টেন হুকের নিজস্ব ভার্সান।”

আরও পড়ুন: করোনা আক্রান্তদের চিকিৎসায় বিপুল অর্থ সাহায্য রোনাল্ডোর​

Advertisement

আরও পড়ুন: বাড়িতে এ ভাবে ওয়ার্ক আউট করুন, ভিডিয়োবার্তা আজহারের​

😂🥄🏴‍☠️ 🤣🌊⚓

😂🥄🏴‍☠️ 🤣🌊⚓

এর আগে জকোভিচ কিচেন টেবিলে আঁকার ভিডিয়ো পোস্ট করেছেন। তাঁর আঁকা ছেলে স্টেফানকে আঁকায় উৎসাহিত করেছে বলেও জানিয়েছেন। এই কঠিন সময়ে সবাইকে ঘরে থাকার আবেদনও করেছেন তিনি। বিশ্ব জুড়ে যে ভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

করোনার জেরে সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে ফরাসি ওপেন। ৭ জুন পর্যন্ত এটিপি ও ডব্লিউটিএ স্থগিত রেখেছে সমস্ত ইভেন্ট।

’ ( ) 🤪 ’ 🤺🎾 ’ ’ 🖍

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement