Rafael Nadal

Rafael Nadal: ফেডেরারের পর জোকোভিচ, ইতিহাস গড়া নাদালকে শুভেচ্ছা জানালেন সার্বিয়ার খেলোয়াড়

২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর থেকেই রাফায়েল নাদালের উদ্দেশে শুভেচ্ছার বন্যা বইছে। অন্যান্য খেলার ক্রীড়াবিদরাও সেই তালিকায় রয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৩:৩৬
Share:

নাদালকে শুভেচ্ছা জোকোভিচের। ফাইল ছবি

২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর থেকেই রাফায়েল নাদালের জন্য শুভেচ্ছার বন্যা বইছে। শুধু টেনিস নয়, অন্যান্য খেলার ক্রীড়াবিদরাও সেই তালিকায় রয়েছেন। নাদালের জয়ের পর শুভেচ্ছা জানিয়েছেন রজার ফেডেরার। এ বার শুভেচ্ছার তালিকায় যুক্ত হলেন নোভাক জোকোভিচও। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে যাঁর অংশগ্রহণ হয়ে উঠেছিল অন্যতম চর্চার বিষয়।

Advertisement

প্রতিযোগিতার শীর্ষ বাছাই ছিলেন জোকোভিচ। খেতাবের অন্যতম দাবিদারও ছিলেন। কিন্তু টিকা না নেওয়ায় অস্ট্রেলিয়ার সরকার তাঁকে দেশে ফেরত পাঠায়। সেই জোকোভিচ নাদালের জয়ের পর লিখেছেন, ‘২১তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অনেক অভিনন্দন নাদাল। অসাধারণ কৃতিত্ব। তোমার লড়াকু মানসিকতা বরাবরই আমাকে অনুপ্রাণিত করে। আরও একবার তা দেখতে পেলাম।’

পাশাপাশি ফাইনালে হেরে যাওয়া দানিল মেদভেদেভের উদ্দেশে তিনি লিখেছেন, ‘কোর্টে তুমি নিজের সেরাটা দিলে। যে আগ্রাসন এবং দৃঢ়তা তোমার কাছ থেকে প্রত্যাশিত সেটাই দেখা গেল।’ জোকোভিচ অভিনন্দন জানিয়েছেন মহিলা সিঙ্গলসে বিজয়ী অ্যাশলে বার্টিকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement