(বাঁ দিকে) নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। —ফাইল চিত্র।
উইম্বলডনে সাক্ষাৎ হয়নি। প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে পারেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। অন্য দিকে অ্যান্ডি মারে সিঙ্গলস থেকে নাম তুলে নিয়েছেন। মহিলাদের তিন গ্র্যান্ড স্ল্যাম জয়ী অ্যাঞ্জেলিক কের্বারও অবসরের ঘোষণা করেছেন।
অলিম্পিক্সে টেনিসের সিঙ্গলসে প্রথম রাউন্ডে সার্বিয়ার জোকোভিচের সামনে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন। স্পেনের নাদাল খেলবেন হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসের বিরুদ্ধে। দু’জনেই যদি প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচ জেতেন তা হলে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ-নাদালকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে সোনা জিতেছিলেন নাদাল। সে বারই ব্রোঞ্জ জিতেছিলেন জোকোভিচ।
মহিলাদের শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা শিয়নটেক অলিম্পিক্সে সিঙ্গলসের প্রথম রাউন্ডে খেলবেন রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুর বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই আমেরিকার কোকো গফের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার আজলা টমলিয়ানোভিচ।
অলিম্পিক্সের দু’বার সোনা জয়ী মারে জানিয়েছেন, সিঙ্গলস থেকে নাম তুলে নিয়েছেন তিনি। শুধুমাত্র ডাবলস খেলবেন ব্রিটেনের টেনিস তারকা। সেখানে তাঁর জুটি ড্যান ইভান্স। গত কয়েক বছরে বার বার চোট ভুগিয়েছে তাঁকে। উইম্বলডনের সিঙ্গলস থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। খেলেছিলেন ডাবলসে। এ বার অলিম্পিক্সেও শুধু ডাবলসে খেলবেন তিনি।
অবসর ঘোষণা করেছেন কের্বার। তিন বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা জানিয়েছেন, এই অলিম্পিক্সের পরেই র্যাকেট তুলে রাখবেন তিনি। অলিম্পিক্সের সিঙ্গলসে প্রথম রাউন্ডে কের্বারের প্রতিপক্ষ জাপানের নাওমি ওসাকা। চার বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার বিরুদ্ধে লড়াই সহজ হবে না কের্বারের।