Neha-Sneha Kakkar Rift

‘আমি নেহার বোন নই’! অমাল-আরমানের স্মৃতি উস্কে গায়িকার সঙ্গে সম্পর্ক ছেদ বোন সোনুর?

শনিবার সন্ধ্যায় তিনিও অমালের মতোই সমাজমাধ্যমে প্রথম মুখ খুলেছেন। ফারাক একটাই, অমালের মতো তিনি দায়ী করেননি কাউকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৮:৪২
Share:
সোনু-স্নেহা কক্করের মনোমালিন্য?

সোনু-স্নেহা কক্করের মনোমালিন্য? ছবি: সংগৃহীত।

ক্রমশ কি সম্পর্ক ভুলছে এই প্রজন্ম? ক্রমশই কি জটিল হয়ে পড়ছে পারিবারিক জীবন? সেখান‌েও কি ঢুকে পড়েছে ইঁদুরদৌড়? থাবা বসাচ্ছে ভাই-বোনের সম্পর্কেও?

Advertisement

প্রশ্ন তুলে দিচ্ছে বলিউডের একের পর এক পারিবারিক সম্পর্কের ভাঙন। গত মাসেই অমাল-আরমান মালিকের তিক্ত সম্পর্ক স্তব্ধ করেছিল বলিউডকে। দাদা অমালের থেকে ভাই আরমান জনপ্রিয় বেশি। যার থেকে নাকি এই বিভেদ, সমাজমাধ্যমে তেমনটাই দাবি করেছিলেন অমাল। তিনি আঙুল তুলেছিলেন তাঁদের মা-বাবার দিকে। যাঁরা নাকি এই ভাঙনের মূল কারণ!

সেই স্মৃতি উস্কে দিয়ে খ্যাতনামী গায়িকা নেহা কক্করের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তাঁর বোন সোনু কক্কর! শনিবার সন্ধ্যায় তিনিও অমালের মতোই সমাজমাধ্যমে প্রথম মুখ খুলেছেন। ফারাক একটাই, অমালের মতো তিনি দায়ী করেননি কাউকে। বার্তায় লিখেছেন, “নেহা আর টোনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আমি আর ওদের বোন নই।” আরও এক বার যথারীতি অনুরাগীরা স্তব্ধ।

Advertisement

অথচ, কিছু দিন আগেও তিন ভাই-বোনের মধুর স্মৃতি উপচে পড়েছে তাঁদের আড্ডায়, সাক্ষাৎকারে। যখনই তিন মাথা এক হয়েছেন, অতীত ফিরে দেখেছেন তাঁরা। সেই অনুভূতি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। কখনও ভিডিয়ো ঝলকের মাধ্যমে, কখনও নানা ছবিতে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও বার বার তাঁরা পারস্পরিক মানসিক নির্ভরতার কথা জানিয়েছেন।

কেন সেই সব মুহূর্ত চিরকালের জন্য অতীত হল? উত্তর নেই কারও কাছে। কেবল একের পর এক পারিবারিক বিচ্ছেদ শঙ্কায় ফেলছে মায়ানগরীকে। দৌড়ে টিকে থাকতে গিয়ে নিজের শিকড়কেই বুঝি ভুলছে জেন জি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement