এগোলেন নোভাক, দুরন্ত জয় বিস্ময়কন্যা কোরির

প্রথম রাউন্ডে ভিনাস উইলিয়ামসকে ছিটকে দিয়ে হইচই ফেলে দিয়েছিল কোরি। শুক্রবার তাঁর লড়াই ছিল সেন্টার কোর্টে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৯ ০৫:১৪
Share:

চার সেটের লড়াইয়ে চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ। আজারেঙ্কাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে সিমোনা হালেপ (ডান দিকে)। ছবি: রয়টার্স।

চতুর্থ রাউন্ডে উঠতে বিশ্বের এক নম্বর এবং শীর্ষবাছাই নোভাক জোকোভিচকে চার সেট লড়াই করতে হল উইম্বলডনে। শুক্রবার গত বারের চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা ৭-৫, ৬-৭ (৫), ৬-১, ৬-৪ হারালেন অবাছাই হুবার্ট হুরকাজকে। এই জয়ে তাঁর প্রাক্তন কোচ বরিস বেকারের ১২ বার উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ওঠার নজিরকে ছুঁলেন নোভাক। গত বারের চ্যাম্পিয়নের পাশাপাশি এ দিন প্রবল আগ্রহ ছিল ১৫ বছর বয়সি মার্কিন বিস্ময়-কন্যা কোরি গফের ম্যাচ নিয়ে। তৃতীয় রাউন্ডে স্লোভেনিয়ার পোলোনা হারজুকের বিরুদ্ধে দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দুরন্ত জয় পেল কোরি। ফল ৩-৬, ৭-৬ (৯-৭), ৭-৫।

Advertisement

প্রথম রাউন্ডে ভিনাস উইলিয়ামসকে ছিটকে দিয়ে হইচই ফেলে দিয়েছিল কোরি। শুক্রবার তাঁর লড়াই ছিল সেন্টার কোর্টে। ম্যাচের পরে কোরি বলে, ‘‘আগে কোর্ট নম্বর এক-এ খেলেছি। সবাই বলছিল ওই কোর্টটাই আমার জন্য। এ বার সেন্টার কোর্টেও জিতলাম। আশা করি এই কোর্টটাও আমায় সাফল্য দেবে।’’ তবে এ দিন ছিটকে গেলেন গত বারের ফাইনালিস্ট কেভিন অ্যান্ডারসন এবং প্রাক্তন বিশ্বসেরা ক্যারোলিন ওজনিয়াকি।

এ দিন, স্ট্রেট সেটে চতুর্থ বাছাই কেভিনকে ছিটকে দেন আর্জেন্টিনার ২৬ নম্বর বাছাই গিদো পেয়া। ফল ৬-৪, ৬-৩, ৭-৬ (৭-৪)। ২৯ বছর বয়সি আর্জেন্টিনীয় তারকা এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামে চতুর্থ রাউন্ডে উঠলেন। জয়ের পরে উচ্ছ্বসিত পেয়া বলেন, ‘‘জানি না কী ভাবে এই জয়কে ব্যখ্যা করব। তিনটি সেটেই অবিশ্বাস্য খেলেছি। তৃতীয় সেটে কেভিন দুরন্ত ছিল। তবে আমি সতর্ক ছিলাম।’’ এ মরসুমে ধারাবাহিক ভাবেই ভাল খেলছেন আর্জেন্টিনার তারকা। খেলোয়াড় জীবনে প্রথম বার তিরিশের মধ্যে (২৬) উঠে এল তাঁর র‌্যাঙ্কিং। যা নিয়ে পেয়া বলেছেন, ‘‘এ মরসুমে অনেক বেশি আগ্রাসী খেলছি। ম্যাচ জিতলেই আত্মবিশ্বাস পাওয়া যায়। প্রত্যেকটা পয়েন্টের জন্য লড়াই করাটাই আসল। অবিশ্বাস্য লাগছে উইম্বলডনে দ্বিতীয় সপ্তাহে খেলার সুযোগ পেয়ে।’’

Advertisement

মেয়েদের সিঙ্গলসে সপ্তম বাছাই সিমোনা হালেপ শুক্রবার চতুর্থ রাউন্ডে উঠলেন। তিনি স্ট্রেট সেটে হারান ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। ফল ৬-৩, ৬-১। পাশাপাশি চিনের শুয়াই ঝ্যাংও উইম্বলডনের চতুর্থ রাউন্ডে উঠলেন। খেলোয়াড় জীবনে প্রথম বার। প্রথম সেটে ০-৪ পিছিয়ে পড়ার পরে তিনি উঠে দাঁড়ান এবং হারিয়ে দেন প্রাক্তন বিশ্বসেরা ওজনিয়াকিকে। ২০১৫-তে শুয়াই পেং-এর পরে বিশ্বের ৬০ নম্বর ঝ্যাং প্রথম চিনা খেলোয়াড় হিসেবে উইম্বলডনের দ্বিতীয় সপ্তাহে খেলা নিশ্চিত করলেন ৬-৪, ৬-২ জয়ে।

এ দিকে, কোমরের চোট সারিয়ে উইম্বলডনে সফল প্রত্যাবর্তন ঘটালেন অ্যান্ডি মারে। প্রাক্তন বিশ্বসেরা ব্রিটিশ তারকা অস্ত্রোপচারের পরে কোর্টের বাইরে ছিলেন। উইম্বলডনে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ডাবলসে। চার সেটের লড়াইয়ে তিনি প্রথম রাউন্ডে জিতলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement