Mohammedan SC

শুধু জেতা নয়, চার্চিলের বিরুদ্ধে ভাল খেলতে চায় মহমেডান

বিপক্ষকে দেখে নিয়েই আক্রমণে যেতে চান মহমেডানের স্প্যানিশ কোচ। অনুশীলনে ফুটবলারদের দেখে খুশি হাভিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ২২:০৩
Share:

খেলোয়াড়দের সঙ্গে মহমেডান কোচ হোসে হাভিয়া। ছবি: সংগৃহীত।

সুদেভা এফসি-র বিরুদ্ধে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু করলেও দলের পারফরম্যান্সে আরও উন্নতি চান মহমেডান কোচ হোসে হাভিয়া।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাভিয়া বলেন, ‘‘জিতলে ফুটবলাররা আত্মবিশ্বাস পায় এটা সঠিক। কিন্তু শুধু জিতলেই হবে না। পারফরম্যান্সেও উন্নতি দরকার। আমরা আরও ভাল খেলতে চাই। আর সুযোগ পেলেই গোল করতে চাই। আমাদের প্রতিপক্ষের কথা মাথায় রেখেই ফোকাস ঠিক রাখতে হবে। আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’’

বিপক্ষকে দেখে নিয়েই আক্রমণে যেতে চান মহমেডানের স্প্যানিশ কোচ। অনুশীলনে ফুটবলারদের দেখে খুশি হাভিয়া। তিনি বলেন, ‘‘আমরা আমাদের ভুল বুঝে অনুশীলনে সেগুলো শোধরানোর চেষ্টা করছি।’’

Advertisement

চার্চিলকে যথেষ্ট সমীহ করছেন সাদা-কালো কোচ। এই ম্যাচ যে সহজ হবে না, তা মেনে নিচ্ছেন হাভিয়া। তবে, তাঁরা যে জেতার জন্যই ঝাঁপাবেন, তা পরিষ্কার করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: লাথি মেরে বিতর্কে সন্দেশ, বলছেন ‘ভালোবাসার চাপড়’

অধিনায়ক এজে কিংসলে বলেন, ‘‘আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। তাই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে আমাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। প্রথম ম্যাচের থেকেও আমাদের ভাল খেলতে হবে।’’

আরও পড়ুন: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে অনুষ্টুপরা, সামনে হায়দরাবাদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement