Football

শিল্ডে সুরক্ষা বলয় নেই কেন, উঠছে প্রশ্ন

যেখানে জৈব সুরক্ষা বলয় তৈরি করেই প্রতিযোগিতা হবে বলে জানানো হয়েছে। অথচ আইএফএ রয়েছে আইএফএ-তেই। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০৫:৪০
Share:

প্রতীকী ছবি।

আইএফএ শিল্ডের গ্রুপ বিন্যাস এবং ক্রীড়াসূচি বুধবার প্রকাশ করবে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। কিন্তু সোমবার রাত পর্যন্ত আইএফএ-র কর্তারা নিশ্চিত নন, এসসি ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত খেলবে কি না। সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলছেন, ‍‘‍‘মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করব। যদি এসসি ইস্টবেঙ্গল না খেলে, কালীঘাট এমএস খেলবে।’’

Advertisement

জৈব সুরক্ষা বলয় নেই। আইএসএলের জন্য শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতায় খেলছে না এটিকে-মোহনবাগান। মার্চ-এপ্রিল মাসে শিল্ড পিছনোর জন্য আবেদন করেছিল তারা। একই আবেদন করেন এসসি ইস্টবেঙ্গল কর্তারাও। কিন্তু কর্ণপাত করেননি আইএফএ সচিব। সিএবি কয়েক দিনের মধ্যেই একটি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা শুরু করতে চলেছে। যেখানে জৈব সুরক্ষা বলয় তৈরি করেই প্রতিযোগিতা হবে বলে জানানো হয়েছে। অথচ আইএফএ রয়েছে আইএফএ-তেই। কেন জৈব সুরক্ষা বলয়ে শিল্ড হবে না? আইএফএ সচিবের অদ্ভুত যুক্তি, ‍‘‍‘হোটেলে নিভৃতবাসে থেকেও তো আই লিগের বাছাই পর্বে তিন জন ফুটবলার সংক্রমিত হয়েছিলেন।’’ হাস্যকর ভাবে যোগ করেন, ‍‘‍‘আই লিগের চারটি দল হোটেলেই থাকছে। স্থানীয় দলগুলোর ফুটবলারেরা আসবে বাড়ি থেকে। শিল্ড শুরুর আগে সকলের করোনা-পরীক্ষা হবে। খেলা চলাকালীনও পাঁচ দিন অন্তর পরীক্ষা হবে। তা হলে সুরক্ষা বলয় নেই কী ভাবে?’’ তিনি বলে যান, ‍‘‍‘গাড়ি বা ড্রেসিংরুম সব জীবাণুমুক্ত থাকবে। বল বয়দেরও ছ’ফুট দূরত্বে থাকতে বলা হচ্ছে।’’ তা হলে কলকাতার দুই প্রধান সুরক্ষা সংক্রান্ত প্রশ্ন তুলল কেন? সচিব বলেন, ‍‘‍‘উত্তরটা তাঁরাই জানেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement